Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাপোলির বিপক্ষে হার দিয়েই শুরু লিভারপুলের


১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান শিরোপাধারী লিভারপুলের এবারের মৌসুম শুরু হয়েছে দু:স্বপ্নের মধ্য দিয়ে। মৌসুমের প্রথম ম্যাচেই ২-০ গোলের ব্যবধানে হেরে বসেছে নাপোলির কাছে। স্তাদিও সান পাওলোতে লিভারপুলের কাছে জেতার শতভাগ রেকর্ড ধরে রেখেছে নেপলরা।

সান পাওলো স্টেডিয়ামে তখন ম্যাচের বাকি আর মাত্র ১০ মিনিট। নাপোলির ডান প্রান্ত থেকে বল নিয়ে লিভারপুলের ডি বক্সে ঢোকার সময় ট্যাকেল করেন রবার্টসন। তবে বল জিততে ব্যর্থ হওয়ায় পেনাল্টি পেয়ে যায় নাপোলি।

বিজ্ঞাপন

রবার্টসন ভুল করলেও স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ড্রায়েস মার্টিনস। ম্যাচের ৮২ মিনিটে দেখা মেলে ম্যাচের প্রথম গোল, আর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের মাথায় ফার্নান্দো লরেন্তের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় নেপলদের।

তবে নাপোলির পাওয়া পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠতে পারে, এটা কি সত্যি পেনাল্টি ছিল? ভিএআরের সাহায্য না নিয়েই সিদ্ধান্ত দিয়েছিলেন রাফারি। হয়তো ভিএআর দেখলে নিজের সিদ্ধান্ত বদলাতেও পারতেন রেফারির। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, ড্রায়েস মার্টিনসের নেওয়া পেনাল্টি শটটা ঠেকাতে ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন অল রেডদের গোলরক্ষক আদ্রিয়ান। তার হাত ছুঁয়েও ছিল বল, তবে শেষ পর্যন্ত পারেননি নায়ক বনে যেতে।

ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে ১-০ গোলে এগিয়ে নাপোলি। জয়ের সুবাস পাচ্ছিলো তখনই। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটে গিয়ে ফার্নান্দো লরেন্তের গোলে লিভারপুলের কফিনে শেষ পেরেকটা ঠোকা হলো। ১৯৯৪-৯৫ মৌসুমে এসি মিলানের পর চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচ হেরে ইতালি থেকে পয়েন্ট খুইয়েই ফিরতে হয়েছে লিভারপুলকে। গত মৌসুমের মতো এবারও অ্যাওয়ে ম্যাচে নাপোলির কাছে হেরে গেল তারা।

বিজ্ঞাপন

তবে ম্যাচের প্রথমার্ধও কম রোমাঞ্চকর ছিল না এই ম্যাচের। আক্রমণ প্রতি আক্রমণে ভরেছিল প্রথমার্ধ। ফিরমিনো-মানে-সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগকে সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে নাপোলির রক্ষণভাগকে। তবে শেষ পর্যন্ত বেশ ভালভাবেই সামলেছে এই আক্রমণ ত্রয়ীকে। দারুণ কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দু’দলের কেউই। ম্যাচ তাই নির্ধারিত হয় ম্যাচের শেষ দশ মিনিটে। আর সেখানে জয়ী নেপলরাই।

অন্যদিকে একই গ্রুপের অপর ম্যাচে স্লাজবার্গ জেঙ্ককে হারিয়েছে ৬-২ গোলের ব্যবধানে। আর গোল ব্যবধানে এগিয়ে থেকে তাই গ্রুপের শীর্ষে অবস্থান তাদেরই। ২-০ গোলের ব্যবধানে জেতা নাপোলির অবস্থান গ্রুপের দুই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ নাপোলি-লিভারপুল নাপোলির জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর