মুজিব-জহির একসাথে ব্রিসবেনে
১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৪
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারানোর কারিগরদের মধ্যে অন্যতম ছিলেন ২০ বছর বয়সী আফগান স্পিনার জহির খান। আর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারানোর মূল কারিগর ছিলেন ১৮ বছর বয়সী স্পিনার মুজিব উর রহমান। এই দুই স্পিনারকে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটস। বুধবার (১৮ সেপ্টেম্বর) ব্রিসবেনের দলটি এই ঘোষণা দিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জহির খান নিয়েছিলেন তিন উইকেট। তিনটি উইকেটই নিয়েছিলেন ম্যাচের দ্বিতীয় ইনিংসে। তার আগে মুশফিকদের বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ২৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচে মুজিব উর রহমান ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছিলেন চারটি উইকেট।
গত মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন মুজিব। অস্ট্রেলিয়ার মাঠে সেবার নেমেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবার নিয়ে দ্বিতীয় মৌসুমে ব্রিসবেনে খেলবেন তিনি। সেবার ১২ উইকেট নেওয়ার পাশাপাশি ৬.০৪ ইকোনমি রেটে লিগের শীর্ষে ছিলেন। ১৬ রানে নিয়েছিলেন তিন উইকেট। বিগ ব্যাশে মুজিব সেবার প্রথম খেললেও এবার সুযোগ হয়েছে জহির খানের। দুই আফগান স্পিনারকে দলে টানতে পেরে ব্রিসবেনও উচ্ছ্বসিত।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই জহির খান উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াশের হয়ে মাঠ মাতাচ্ছেন এই আফগান স্পিনার। ইংলিশ ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টির আসরে গত বছর খেলেছেন ল্যাঙ্কাশায়ারের জার্সিতে। এছাড়া, আইপিএলের দল রাজস্থান রয়েল লুফে নিয়েছিল জহির খানকে।
ব্রিসবেনের হেড কোচ ড্যারেন লেহম্যান আসন্ন আসরে এই দুই আফগান স্পিনারকে পেয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, আসছে আসরে দুই আফগান স্পিনারকে একসাথে পেয়েছি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আফগানিস্তান জাতীয় দলকে এগিয়ে নিতে তারা বড় ভূমিকা রাখছে। বিশ্বের সামনে স্কিল দেখিয়ে মুজিব আর জহির খান নিজেদের প্রমাণ করেছে। রশিদ খান, মোহাম্মদ নবী, কায়েস আহমেদদের মতো তারাও বড়মানের স্পিনার। তাদের দুজনকে পেয়ে আমরা আনন্দিত।
ব্রিসবেনে মুজিব-জহির সতীর্থ হিসেবে পাবেন ক্রিস লিন, জেমস প্যাটিনসন, জো বার্নস, বেন কাটিং, ম্যাথিউ রেনশ, মার্নাস লাবুসাঙ্গেদের।