Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-ভিলিয়ার্সই মূল হাতিয়ার


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৯

সারাবাংলা ডেস্ক

ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে জোহানেসবার্গে শনিবার (আজ) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। আগের তিন ম্যাচে না খেললেও এই ম্যাচে মাঠে নামছেন ইনজুরির কারণে দলের বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স। বাকি ম্যাচগুলোতে জয়ের হাতিয়ার হিসেবে ডি ভিলিয়ার্স ভূমিকা রাখবেন মনে করছেন প্রোটিয়া দলের অলরাউন্ডার ক্রিস মরিস।

আর ভারতীয় দলের মূল হাতিয়ার হিসেবে বিরাট কোহলিকেই ওপরে রাখলেন তিনি।

ভারতীয় দলের মূল খেলোয়াড় হিসেবে কোহলিকে এগিয়ে রাখার কারণও জানিয়েছেন মরিস। আর আফ্রিকা দলের জয়ের জন্য যে একমাত্র বাধা এই ভারতীয় ব্যাটসম্যান সেটাও বলে ফেললেন তিনি, ‘কোহলি খুব ভালো ব্যাটসম্যান, যে কোনো মাঠেই তার ব্যাট জ্বলে ওঠে। একদিনের ক্রিকেটে ৩৪টি শতকই তার প্রমাণ। তবে আমাদের লক্ষ্য থাকবে তাকে (কোহলি) দ্রুত আউট করার। বোলারদের ভালো বোলিংয়েই সেটা সম্ভব হবে। আর কোহলিকে আউট করে ভারতীয় দলে চাপ সৃষ্টি করা সম্ভব।’

সিরিজের প্রথম তিন ওডিআই জিতে নিয়েছে ভারত। সবকটি ম্যাচেই রয়েছে বিরাট কোহলির ভূমিকা। তিন ম্যাচের দুটিতেই শতক তুলেছেন কোহলি, বাকি ম্যাচেও ছিলেন অপরাজিত। সিরিজের প্রথম ম্যাচে ১১৯ বলে ১১২ রান, দ্বিতীয় ম্যাচে ৫০ বলে অপরাজিত ৪৬ রান, আর তৃতীয়টিতে ১৫৯ বলে ১৬০ রান করা কোহলিকে ঘিরে তাই প্রোটিয়াদের যতো পরিকল্পনা।

শনিবারের (আজ) ম্যাচে মাঠে নামছেন ডি ভিলিয়ার্স। মরিস বলছেন দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে দলে ফেরা এই ব্যাটসম্যান। ম্যাচে ফিরে ভিলিয়ার্স তার ব্যাটে আলো ছড়াবে বলে মনে করছেন মরিস, ‘ডি ভিলিয়ার্স আক্রমণাত্বক খেলোয়াড়। সে কোনো ধরনের চাপ নিয়ে মাঠে নামবে বলে আমার মনে হয় না। আমি মনে করি, ফিরে এসে নিজের মতোই খেলবে ভিলিয়ার্স।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর