Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ফিরে পেতে শ্রীলঙ্কায় সৌম্য-মিরাজ-মিঠুনরা


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ আর ওয়ানডে সিরিজ খেলতে সেখানে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি ফরম্যাটকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করে। ১৬ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক।

মুমিনুলের নেতৃত্বে লঙ্কা সফরে গিয়েছেন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়া সৌম্য সরকার। আরও আছেন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সুযোগ না পাওয়া মেহেদি হাসান মিরাজ। লঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দল খেলবে দুটি চারদিনের টেস্ট ম্যাচ আর তিনটি ওয়ানডে।

বিজ্ঞাপন

আগামী ২৩-২৬ সেপ্টেম্বর কাতুনায়েকে প্রথম চারদিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর গলে ৩০ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হাম্বানটোটায়, ৭ ও ৯ অক্টোবর। আর তৃতীয় বা শেষ ম্যাচটি কলম্বোয় আগামী ১২ অক্টোবর।

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদি হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান এবং মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা ‘এ’ স্কোয়াড: আশান প্রিয়াঞ্জন, পাথুম নিশানকা, সাদুন উইরাকোদি, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, আসিন বান্দারা, রমেশ মেন্ডিস, আমিলা অপোনসো, জেফরি ভান্ডারসে, বিশ্ব ফার্নান্দো, চামিকা করুনারত্নে, আসিথা ফার্নান্দো, ইশান জয়ারত্নে, শিরান ফার্নান্দো, শাম্মু আশান এবং আসেলা গুনারত্নে। (দুটি টেস্ট ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড)

বিজ্ঞাপন

বাংলাদেশ ‘এ’ শ্রীলঙ্কা সৌম্য-মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর