Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় তুলেই টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মাসাকাদজা


২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:২১

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি হ্যামিল্টন মাসাকাদজার ক্যারিয়ারের শেষ ইনিংস। টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ের সামনে ১৫৬ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা। জবাবে মাসাকাদজা দারুণ সূচনা করেন। দলকে জয়ের পথেই নিয়ে গিয়েছিলেন আউট হওয়ার আগ পর্যন্ত।

বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে খুলনাতে টি-টোয়েন্টি ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল মাসাকাদজার। এরপর ১৩ বছর খেলেছেন এই ফরম্যাটের ক্রিকেট। আর ১৩ বছর পর সেই বাংলাদেশের মাটিতেই এই ফরম্যাটকে জানালেন বিদাই।

বিজ্ঞাপন

বিদায়টা স্মরণীয় করেই রাখলেন হ্যামিল্টন মাসাকাদজা। আফগানদের বিপক্ষে ১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২ বলে ৭১ রানের এক ঝড় ইনিং খেলেন তিনি। জিম্বাবুয়ের ব্যাটিংয়ের ১৩ তম ওভারের ৫ম বলে দৌলত জাদরানের বলে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এর আগে অবশ্য ৪টি চার এবং ৫টি ছয়ে ১৬৯ স্ট্রাইক রেটে করেন ৭১ রান।

টি-টোয়েন্টিকে বিদায় জানানোর আগে ৬৬ ম্যাচ খেলে মাসাকাদজা করেছেন ১৬৮২ রান। সর্বোচ্চ ৯৩ রান করেছেন টি-টোয়েন্টিতে। বাংলাদেশেই অভিষেক আবার বাংলাদেশেই ৩৬ বছর বয়সে বিদায় জানালেন টি-টোয়েন্টি ক্রিকেটকে।

আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টয়েন্টি থেকে অবসর ত্রিদেশীয় সিরিজ হ্যামিল্টন মাসাকাদজা

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর