চুক্তি থেকে বাদ, টেস্টে বিরতি মঈন আলীর
২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৭
ইংলিশ অল রাউন্ডার মঈন আলী টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আর বাদ পড়েই জানিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে কিছু দিনের বিরতি নিতে চান তিনি নিজেই। টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ান ডে এবং টি_টোয়েন্টিতে এখনও ইংলিশদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। আর তাই তো নতুন চুক্তিতে এই দুই ফরম্যাটে ঠিকই নাম উঠেছে মঈন আলীর।
নতুন চুক্তি অনুযায়ী ইংলিশদের আসন্ন নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের সফরে দলে থাকছেন না এই অল রাউন্ডার। চুক্তি থেকে বাদ পড়া মঈন আলী বলেছেন, ‘আমার মনে হয় টেস্ট থেকে আমার কিছুটা বিরতি নেওয়া উচিৎ। তবে খুব বেশিদিনের বিরতি আমি চাই না। দেখি নিউজিল্যান্ডের বিরুদ্ধের সিরিজের পর কি ঘটে। এই বিরতিতটা আমার জন্য ভালো হতে পারে।’
টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার কারণে কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীনও হবেন মঈন আলী। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটা কিছুটা হতাশাজনক যে কেন্দ্রীয় চুক্তিতে আমি নেই। তবে ক্রিকেটটা আমি কখনোই টাকার জন্য খেলি না। আমি বিশ্বাস করি সব কিছু অবশ্যই ঠিক হয়ে যাবে।’
মঈন আলীর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার বিষয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে গিলস বলেন, ‘সে দারুণ একজন ক্রিকেটার আর ইংল্যান্ড দলের জন্য সে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এই বিরতিটা ওর আসলেই দরকার ছিল। আমার মনে হয় ও আবারও দলে ফিরে আসবে। আর সেটা দলের জন্যই ভাল হবে।’