প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা
২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪
অক্টোবর মাসের আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে সেনেগাল এবং নাইজেরিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচের এখনও অনেক সময় বাকি থাকলেও এখনই সেই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল নির্বাচন করেছেন ব্রাজিল কোচ তিতে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রাজিলের কোচ তিতে চমক দেখিয়েছেন তার ঘোষিত ২৩ সদস্যের দলে। শেষ ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সি গায়ে চড়িয়েছিলেন ডিফেন্ডার রদ্রিগো কাইয়ো আর শেষ ২০১৬ সালে দলে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাও (গ্যাবিগোল) ফিরেছেন এবারের দলে। আর দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেই সাথে ইনজুরির কারণে দলে ডাক পাননি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার।
ব্রাজিল দল:
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (অ্যাতলেটিকো পিআর)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)।
মিডফিল্ডার: আর্থার মেলো (বার্সেলোনা), কার্লোস ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), ফিলিপ কুতিনহো (বায়ার্ন মিউনিখ), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ম্যাথিউস হেনরিক (গ্র্যামিও)।
ফরোয়ার্ড: এভারটন (গ্র্যামিও), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল বারবোসা গ্যাবিগোল (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (এভারটন) এবং নেইমার জুনিয়র (পিএসজি)।
সিঙ্গাপুরে আগামী ১০ অক্টোবর সেনেগাল ও ১৩ অক্টোবর নাইজেরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দল ঘোষণা নেইমার জুনিয়র ব্রাজিল স্কোয়াড ঘোষণা