Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাগত গ্রানাডার কাছে লজ্জার হার বার্সার


২২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০

লা লিগায় এবারের মৌসুম বার্সেলোনার জন্য যেন এক ভয়ংকর দু:স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। স্প্যানিশে ২৫ বছরের সব থেকে বাজে শুরু করেছে বার্সা। ১৯৯৪-৯৫ মৌসুমে শেষবার লিগে এমন বাজে শুরু করেছিল বার্সা। গ্রানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে লিগে পাঁচ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান বার্সার।

স্প্যানিশ লা লিগা ২০১৯-২০২০ মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনা মোট ম্যাচ খেলেছে পাঁচটি। এরমধ্যে এওয়ে ম্যাচ ছিল তিনটি আর হোম ম্যাচ দু’টি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার মোট এওয়ে ম্যাচের সংখ্যা চারটি। আর সব থেকে লজ্জাজনক বিষয়টি হচ্ছে এই চারটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি বার্সা। লা লিগার তিনটি এওয়ে ম্যাচের দু’টিতে হেরেছে বার্সা আর একটিতে ড্র। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের এওয়ে ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারতে হারতেও করেছিল ড্র।

বিজ্ঞাপন

মৌসুমের শুরুটা অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে হেরে, এরপর ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে রিয়াল বেতিসকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল কাতালানরা। তবে পরের ম্যাচেই ওসাসুনার বিরুদ্ধে এওয়ে ম্যাচে ড্র। তৃতীয় ম্যাচে আবারও ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেয় বার্সা, ঘরের মাঠে ঠিকই বড় জয় তুলে নেয় কাতালানরা। এরপর আবারও সেই দু:স্বপ্নের শুরু, বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূণ্য ড্র করে ফিরতে হয়েছিল সিগন্যাল ইদুনা পার্ক থেকে। এরপর দুই দিনের বিরতির পর লা লিগায় গ্রানাডার বিপক্ষে ২০১৯-২০ মৌসুমের পঞ্চম খেলতে মাঠে নামে কাতালানরা। আর এখানেও জয়হীন বার্সা। হেরে বসে খাতা কলমে নিজেদের যোজন যোজন পিছিয়ে থাকা গ্রানাডার বিপক্ষে। চার বছর পর স্পেনের দ্বিতীয় বিভাগ থেকে লা লিগায় উঠে এসেছে গ্রানাডা। তাদের ঘরের মাঠ লস কারমেনেসে ২-০ গোলে হেরেছে আর্নেস্টো ভালভার্দের দল।

বিজ্ঞাপন

লস কারমেনেসে গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি মৌসুমে প্রথমবার লা লিগায় মাঠে নামেন লিওনেল মেসি। মাত্রই ইনজুরি কাটিয়ে ফেরায় ডর্টমুন্ড ম্যাচের মতো গ্রানাডার বিপক্ষেও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। মেসি নামার আগেই অবশ্য লিড নিয়েছিল গ্রানাডা।

রক্ষণের ভুলেই ম্যাচের একদম শুরুতেই পিছিয়ে পড়ে ভালভার্দের দল। জর্দি আলবার ইনজুরিতে বার্সার জার্সিতে অভিষেক হওয়া লেফটব্যাক জুনিয়র ফিরপো ভুল করে বসেন দুই মিনিটেই। গোল করে গ্রানাডাকে এগিয়ে নেন রামোন আজিজ। বার্সার বিপক্ষে ২ মিনিটেই লিড নেওয়ার পর গ্রানাডার ফুটবলার এবং সমর্থকদের বাধভাঙ্গা উল্লাস।

ম্যাচের ৬২ মিনিটে ইভান রাকিটিচের বদলে আর্তুরো ভিদালকে মাঠে নামান ভালভার্দে। কিন্তু নামার দুই মিনিটের মাথায় দলকে আরও বিপদের মুখে ঠেলে দেন ভিদাল। ৬৪ মিনিটে ডিবক্সের মধ্যে আজিজের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল হাতে লাগান ভিদাল। প্রথমে পেনাল্টির বাঁশি না দিলেও ‘ভিএআর’-এর শরণাপন্ন হয়ে সিদ্ধান্ত বদলান রেফারি। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভাদিও।

এরপর বার্সেলোনা আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি কিংবা ব্যবধানও কমাতে পারেনি। ২-০ গোলে এগিয়ে গিয়েই অবশ্যই অনেক বেশি রক্ষণাত্মক খেলতে শুরু করে গ্রানাডা। আর সেই রক্ষণ ভাঙতে পুরোটাই ব্যর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর গ্রিজম্যানরা। তাই ম্যাচ শেষে হার নিয়েই কাতালানদের ফিরতে হয়েছে বার্সেলোনায়।

গ্রানাডা-বার্সেলোনা বার্সেলোনার হার লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর