চার বছর পর রিয়ালের সেভিয়া বধ
২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৩
চার বছর পর সেভিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীনও এস্তাদিও রামোন সানচেজ থেকে জয় নিয়ে ফেরাটা দু:স্বপ্ন ছিল রিয়ালের কাছে। গেল মৌসুমেও এই মাঠেই ৩-০ গোলে পরাজিত হয়ে ফিরতে হয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। তবে এবার করিম বেনজেমার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই সেভিয়ার মাঠ থেকে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা।
রামোন সানচেজ স্টেডিয়ামে লা লিগায় এই ম্যাচে প্রথম শুরুর একাদশে ছিলেন এডেন হ্যাজার্ড। আর সেই সাথে দলে ফিরেছেন অধিনায়ক সার্জিও রামোস। রিয়ালের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলতে থাকে রিয়ালেরই সাবেক কোচ হুলেন লোপেতেগুইর শিষ্যরা। তবে প্রথমার্ধে কোনো দলই সুযোগ তৈরি করতে পারেনি।
রিয়ালের মধ্যমাঠ ঠিক আগের মতোই ছন্নছাড়া, তবে রামোস ফেরায় রক্ষণভাগ ছিল দৃঢ়। আর রক্ষণের দৃঢ়তার কারণেই সেভিয়া সুবিধা করে উঠতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্যতেই। বিরতি শেষে রিয়াল ফেরে আরও ভয়ংকর হয়ে। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট যেন এক অনন্য রিয়াল মাদ্রিদকে দেখেছে লস ব্ল্যাঙ্কোস সমর্থকরা। একের পর এক আক্রমণ করেও অবশ্য গোলের দেখা পায়নি তখনও।
এবারের মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। রিয়ালের হয়ে পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল। আর সেভিয়ার বিপক্ষেও দলের একমাত্র গোলটি করেছেন এই ফ্রেঞ্চ তারকায়। ম্যাচের ৬৩ মিনিটে গ্যারেথ বেলের বাড়ানো বল পেয়ে যান ওভারল্যাপ করা ড্যানিয়েল কার্ভাহাল। সেভিয়ার ডি বক্সে ঢুকে মাপা ক্রস বেনজেমার উদ্দেশ্যে। আর সেভিয়ার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়াতে একদমই ভুল করেননি এই স্ট্রাইকার। হেড দিয়ে গোল করে দলকে আরও একবার এগিয়ে নিলেন এই ফরাসি।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে এটি ছিল কার্ভাহালের তৃতীয় এসিস্ট। রিয়ালের হয়ে সর্বোচ্চ তো বটেই, লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ এসিস্টও এই স্প্যানিশ ফুলব্যাকের। তবে এর আগে বেশ কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি রিয়াল। বেনজেমার থ্রু পাস থেকে দারুণ এক বল পান এডেন হ্যাজার্ড। তবে ড্রিবল করে বল নিয়ে শট করলে তা পরাস্থ করেন সেভিয়ার গোলরক্ষক টমাস ভ্যাক্লিক।
এরপর আরও সুযোগ আসে লস ব্ল্যাঙ্কোসদের কাছে। হামেস রদ্রিগেজের দারুণ এক পাসে বল পেয়ে যান কার্ভাহাল। সেভিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ঢুকে পড়েন ডি বক্সেও, তবে বাজে এক শটে গোল বঞ্চিত হন তিনি। আর তাই তো তখনও লিড থেকে যায় ১-০। ম্যাচে ফিরতে মরিয়া সেভিয়া তখন বদলি খেলোয়াড় হিসেবে আক্রমণভাগের খেলোয়াড়ই নামিয়ে চলেছে। আর আক্রমণভাগ কাজও করে ফেলেছিল, তবে তা অফসাইডের খাতায় পড়ে বাতিল হয়ে যায়। ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৮ মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার চিচারিত হার্নান্দেজ গোল করে বসেন সেভিয়ার হয়ে। তবে তা বাতিল হয় অফসাইডের কারণে। আর অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এ বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম ক্লিনশিটের দেখা পেলেন রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। আর চলতি মৌসুমে প্রথম ক্লিনশিট পেল রিয়াল মাদ্রিদ। লা লিগার এবারের মৌসুমে পাঁচ ম্যাচের তিনটিতে জয় আর দুটিতে ড্র করে ১১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে অ্যাতলেটিক ক্লাব বিলবাওয়ের সাথে। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের শেষ ম্যাচ ড্র করে পাঁচ ম্যাচে তিন জয় এবং একটি করে ড্র এবং হারে ১০ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে অবস্থান করছে। আর সমান ম্যাচে দুই জয়, দুই পরাজয় এবং এক ড্র’য়ে ৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ৮ নাম্বারে অবস্থান বার্সার।
করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ-সেভিয়া রিয়ালের জয় স্প্যানিশ লা লিগা