অক্টোবরে আসছে না অস্ট্রেলিয়া
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৮
আইসিসির পুরোনো ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী চলতি বছরের অক্টোবরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু ফ্রেশ বা নতুন এফটিপিতে সিরিজের সূচি বদলে গেছে। বদলে যাওয়া সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
যেখানে আগের এফটিপির চাইতে একটি ম্যাচ বেশি পাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি বাংলাদেশে এসে খেলে যাবে অজিরা।
বিসিবির করা অনুরোধের প্রেক্ষিতেই আইসিসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এছাড়াও এফটিপিতে দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে ২০২০ সালের জুন-জুলাইয়ে, বাংলাদেশে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি জানান, এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। টেস্ট ম্যাচ দুটি আগামী বছর জুন-জুলাইতে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলবে। টি-টোয়েন্টি যেটা আছে, আমরা অনুরোধ করে দুইটা থেকে তিনটা করেছি। সেটা ২০২১ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তার আগে এসে এখানে খেলবে।’