Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়ে ফিফার বর্ষসেরা লিওনেল মেসি


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১১

রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের এওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন এবং বার্সেলোনার তারকা লিওনেল মেসি। ফিফা ‘দ্য বেস্ট’ এওয়ার্ড জিততে এবছর মেসি পেছনে ফেলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে। ২০১৫ সালের পর আবারও এই পুরস্কার জিতলেন মেসি। আর আরও একবার ছাড়িয়ে গেলেন রোনালদোকে। শেষ তিন বছরে দুইবার এই পুরস্কার জিতে মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চবার জেতার রেকর্ড ছিল রোনালদোর।

বিজ্ঞাপন

২০১৬ সালে ফিফার বর্ষসেরা পুরস্কারের নামকরণ করা হয়ে ‘দ্য বেস্ট’। এরপর তিন বছর এই পুরস্কার জিততে পারেননি লিওনেল মেসি। ২০১৬, ২০১৭ সালে অমানবিক পারফরম্যান্স দেখানো ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই পুরস্কার জিততে পারেনি কেউই। আর ২০১৮ সালে তো মেসি-রোনালদোর দ্বৈরথের ইতি টেনেছিলেন ক্রোয়েশিয়ান এবং রিয়াল মাদ্রিদ মিড ফিল্ডার লুকা মদ্রিচ। তবে ২০১৯ সালটা দারুণ কাটার উপহার স্বরুপই এই পুরস্কার জিতলেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন

তবে ফিফার দ্য বেস্টের পুরস্কারটি মেসির জেতাটা একটু অবাকরই। কারণ? ডাচ এবং লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক জিতেছিলেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের তকমা। আর তখন থেকেই ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়েও বেশ এগিয়ে ছিলেন তিনি। কিন্তু সবাইকে চমককে দিয়েই এই এওয়ার্ড জিতেলিনে মেসি।

অবশ্য ২০১৮-২০১৯ মৌসুমে লিওনেল মেসি ছিলেন অপ্রতিরোধ্য। কেবল স্প্যানিশ লা লিগারই সর্বোচ্চ গোলদাতা ছিলেন না, ছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগেরও সর্বোচ্চ গোলদাতা। যদিও শিরোপার খাতায় লা লিগা ছাড়া যোগ হয়নি আর কোনো শিরোপায়। বার্সেলোনা এবং আর্জেন্টিনার হয়ে গেল মৌসুমে মোট ৫৪টি ম্যাচে ৫১ গোল করেছিলেন মেসি আর সেই সাথে আছে ২২টি এসিস্টও।

অন্যদিকে গেল মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো নতুন ক্লাবে মানিয়ে নিতে নিতে কিছুটা পেছনেই পড়ে যান মেসির। আর তাই তো গেল মৌসুমে জুভেন্টাসের হয়ে খেলেছেন সব মিলিয়ে মাত্র ৪৩ টি ম্যাচ। আর করেছেন ২৮ গোল আর ১০টি এসিস্ট। সেই সাথে পর্তুগালের হয়ে ৫ ম্যাচে করেছেন ৫ গোল। নামের পাশে আছে ইতালিয়ান সিরি আ এবং ইতালিয়ান সুপার কাপ আর পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা। আর এই তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার ভ্যান ডাইক জিতেছেন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং দেশের হয়ে খেলেছেন উয়েফা নেশনস লিগের ফাইনাল।

বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি পেয়েছেন মোট ৪৬ পয়েন্ট, ভ্যান ডাইক দ্বিতীয় হয়ে পেয়েছেন ৩৮ পয়েন্ট আর তৃতীয় হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো পেয়ছেন ৩৬ পয়েন্ট। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালেও বর্ষসেরা হয়েছিলেন মেসি। সে সময় ফ্রাঞ্চ ফুটবল ফেডারেশন আর ফিফা একসঙ্গে মিলিয়ে ঘোষণা করা হতো ফিফা ব্যালন ডি অর। ২০১৬ সাল থেকে ফিফার দ্য বেস্ট নামকরণের পর প্রথম দুইবার বর্ষসেরা ফুটবলার হন রোনালদো। শেষবার রোনালদো-মেসির টানা দশবারের আধিপত্যে ছেদ ঘটিয়ে লুকা মদ্রিচ হয়েছিলেন বর্ষসেরা ফুটবলার।

ক্রিস্টিয়ানো রোনালদো টপ নিউজ ফিফা দ্য বেস্ট এওয়ার্ড ভার্জিল ভ্যান ডাইক লিওনেল মেসি ষষ্ঠবার

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর