ফিফা নারী ‘দ্য বেস্ট’ বিশ্বকাপজয়ী রাপিনো
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৪
ইতালির মিলানে সোমবার (২৩ সেপ্টেম্বর) অপেরা হাউজ লা স্কালায় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০১৯ এর আসর বসে। এ বছর ফিফা পুরুষ দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন লিওনেল মেসি আর ফিফা নারী দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন আমেরিকার বিশ্বকাপজয়ী দলের সদস্য মেগান রাপিনো।
ফিফার বর্ষসেরা নারী ফুটবলার হওয়ার দৌড়ে রাপিনো পেছনে ফেলছেন লিঁও’র লুসি ব্রোঞ্জ এবং ওরলান্ডো প্রাইডের অ্যালেক্স মরগানকে। রাপিনো আমেরিকার নারী দলের অন্যতম সেরা তারকা এবং সেই সাথে ক্লাব ফুটবলে মাঠ মাতান রেইন এফসির হয়ে।
২০১৯ নারী বিশ্বকাপের শিরোপা জয় করে আমেরিকা। আর মার্কিনিদের বিশ্বমুকুট জয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেগান রাপিনোই। পুরো বিশ্বকাপ টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফুটবল খেলেছেন রাপিনো। দলের সর্বোচ্চ তো বটেই টুর্নামেন্টেরও সর্বোচ্চ ৬ গোল করেন এই মার্কিন নারী ফুটবলার। সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডেন বুট আর সেই সাথে আসরের সেরা ফুটবলার হয়ে নিজের করে নিয়েছিলেন গোল্ডেন বলও।
আর তারই ধারাবাহিকতায় ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের অ্যাওয়ার্ড জিতলেন এই মার্কিন তারকা।
আমেরিকার নারী ফুটবলার নারী সেরা ফুটবলার ফিফা দ্য বেস্ট এওয়ার্ড বিশ্বকাপজয়ী মেগান রাপিনো