সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৮
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন। বিসিবি তাকে খেলতে যাওয়ার অনুমতি (এনওসি) দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান।
আগামী নভেম্বরে ভারতে সিরিজ খেলতে যাবে টাইগাররা। তার আগে সিপিএলে খেলে আসাটা সাকিবের জন্য ভালো হবে বলে মনে করছেন বিসিবির কর্তাব্যক্তিরা। ভারত সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে।
আকরাম খান জানিয়েছেন, ‘সিপিএলে খেলতে সাকিবকে অনুমতি দেওয়া হয়েছে। ভারত সফরের আগে প্রস্তুতি ক্যাম্পে তাকে পাওয়া যাবে বলে আমরা আশা প্রকাশ করছি। খুব শিগগিরই তার ফিরে আসার দিন জানানো হবে।’
চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে সাকিবের নেতৃত্বে থাকা বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। সিপিএলে এবার সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের জার্সিতে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে উড়াল দেবেন তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার গত সিপিএলে ইনজুরির কারণে খেলতে পারেননি। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
এর আগে সিপিএলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে যাওয়ার আবেদন করেছিলেন স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন। তখন বিসিবি থেকে তাকে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এইচপি টিমের হয়ে তাকে খেলতে নামানো হয়েছিল ঘরের মাঠে সফরকারী শ্রীলঙ্কা এইচপি টিমের বিপক্ষে। এরপর জাতীয় দলে ডাক পান। ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় তার। আর মাঠে নেমেই চমক দেখিয়ে বাংলাদেশকে জেতান আফিফ।
চলমান সিপিএলের লিগ পর্বের ছয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে বার্বাডোজ। ছয় দলের আসরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে সাকিবের দলটি। বার্বাডোজে সাকিব সতীর্থ হিসেবে পাবেন উইন্ডিজের জেসন হোল্ডার, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, নেপালের সন্দীপ লামিচানদের।