Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ ডে প্রশ্নে অভিন্ন মত মাহমুদউল্লাহ, রশিদের


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪২

তিন জাতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, অথচ প্লেয়িং কন্ডিশনে রিজার্ভ ডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি! আয়োজক দেশটির ক্রিকেট বোর্ডের এমন অপরিণামদর্শী সিদ্ধান্তে বৃষ্টি বাধায় খেলাই হল না! খেলা দূরে থাক টস পর্যন্ত করতে যেতে পারেনি দু’দল! ফলাফল, যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও আফগানিস্তানকে।

বিষয়টি ভাল চোখে দেখছে না বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দলের কেউই। না খেলে পাওয়া এই শিরোপা তাদের যতটা না গর্বিত করেছে তার চাইতে বেশি করেছে অতৃপ্ত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণার পর সংবাদ সম্মেলনে  বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর আফগানিস্তানের হয়ে এসেছিলেন অধিনায়ক রশিদ খান। সেখানে তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে মনে করি রিজার্ভ ডে থাকলে হয়ত ভাল হত। আমরা ফাইনালটা খেলতে পারতাম। আমাদের ক্রিকেটের জন্যই ভাল ভালো হত।’

আর হতাশা জড়ানো কণ্ঠে রশিদ খান বলেন, ‘রিজার্ভ ডে ফাইনালে থাকতে পারত। থাকলে ভাল হত। ড্রেসিংরুমে আমরা এটাই আলোচনা করছিলাম। ফাইনালের মত এত বড় একটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হল, একজন খেলোয়াড় হিসেবে আমি হতাশ। আশা করি সামনে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হবে।’

ক্রিকেটার হয়ে ফাইনালের মত হাই ভোল্টেজ ম্যাচটি খেলতে না পেরে যেমন রশিদ, মাহমুদউল্লাহরা যেমন অতৃপ্ত তার চাইতে বেশি অতৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন দর্শকেরা। বিকেল ৫টা থেকে শুরু হওয়া একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বসে থেকেছেন শের ই বাংলার গ্যালারিতে। ভিজে কাক হয়েছেন কিন্তু  মাঠ ছেড়ে যাননি। ‘যদি বৃষ্টি থেমে খেলা হয়’ এই প্রত্যাশায় হাজারো দর্শক অপেক্ষায় থেকেছেন ম্যাচ পরিত্যক্ত হওয়া অবধি। কিন্তু হায়, বৃষ্টি যে থামার নাম নেই! ফলে ম্যাচ শেষে একরাশ হতাশা ও অতৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন বঞ্চিত ক্রিকেট ভক্তরা।

বঞ্চিত ভক্তদের অস্ফুট বেদনা ছুঁয়েছে মাহমুদউল্লাহকেও। তিনি বলছিলেন ‘যখন আমরা ড্রেসিংরুমে বসেছিলাম বৃষ্টি পড়ছিল দেখছিলাম যে কিছু ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছে। তখন খুব আফসোস লাগছিলে যে ম্যাচ হলে ভাল লাগত। ওরা হয়ত অনেক আশা করে এসেছিল। অন্যরাও হয়ত আশা করে এসেছিল। তো ম্যাচটা হয়নি এজন্য আফসোসটা বেশি।’

আফগানিস্থান বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-আফগানিস্তান বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর