আরব আমিরাতে আর নয় জানিয়েছে পিসিবি
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩২
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়েছে তা প্রায় ১০ বছর হয়েছে। শ্রীলঙ্কা জাতীয় দলের বাসের ওপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। আর সে সময় থেকেই নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে সংযুক্ত আরব আমিরাতকে। তবে এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, আরব আমিরাতে এখন থেকে আর খেলবে না পাকিস্তান। দেশের মাটিতেই হোম ম্যাচ খেলবে তারা।
অনেক আলোচনা সমালোচনার পর পাকিস্তানে দল পাঠানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান সফর থেকে ১০ ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এর মধ্যে রয়েছেন বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও। এদের মধ্যে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং ওয়ান ডে দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে অন্যতম। শ্রীলঙ্কা দলের ওপর হামলার কারণেই নিষিদ্ধ হয় পাকিস্তান ক্রিকেট আবার সেই শ্রীলঙ্কা দলের সিরিজ দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে।
শেষ দশ বছর সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান। তবে এবার নিজ দেশে ফিরতে চায় পাকিস্তান ক্রিকেট। আর নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেই শ্রীলঙ্কা দল রাজী হয়েছে পাকিস্তান সফরে। এই নিরাপত্তার কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান এখন সম্পূর্ণ নিরাপদ। এছাড়াও সব নিরাপত্তার রিপোর্টেই বলা হয়েছে যেকোনো ধরণের হুমকি মোকাবিলার সক্ষমতাও রয়েছে আমাদের।‘
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এখন আগের থেকে অনেক সুরক্ষিত। আর তাই তো এই নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে সফরে রাজী হয় লঙ্কান ক্রিকেট বোর্ড। নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইচ্ছা এখন থেকে আর আরব আমিরাতে হোম ম্যাচ খেলতে চান না তারা। পিসিবির পক্ষ থেকে জানা যায়, ‘আরব আমিরাতে ম্যাচ আয়োজন করতে আমাদের অনেক বেশি খরচ হয়। আর যেহেতু এখন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক ভাল তাই এখন থেকে আমরা হোম ম্যাচ পাকিস্তানেই আয়োজন করব। আমাদের সব পরিকল্পনা ঠিক পথেই এগোচ্ছে। এই সিরিজের পর আমাদের পরবর্তী লক্ষ্য ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ আয়োজন করা।‘
শীর্ষ দশ ক্রিকেটার ছাড়ায় পাকিস্তানে পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কা দল। এক প্রকার বলা চলে দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানে পৌঁছেছে লঙ্কানরা। তবে দ্বিতীয় সারির দল হলেও শ্রীলংকাকে হালকাভাবে দেখছে না পাকিস্তান জানিয়েছেন ওয়াসিম খান। তিনি বলেন, ‘যারা পাকিস্তান সফরে আসছে তারা নিজেদের প্রমাণ করতেই আসছে। তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমি মনে করি।‘
তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওডিআই ম্যাচ খেলতে পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় দল। ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি এবং লাহোরে। আগামী ২৭ সেপ্টেম্বর করাচিতে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ান ডে সিরিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা আরব আমিরাত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি শ্রীলঙ্কার সফর