Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য-মিরাজদের পরখ করতে শ্রীলঙ্কা যাচ্ছেন ডমিঙ্গো


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজ শেষ, চাইলেই এক বিশ্রাম নিতেই পারতেন। কিন্তু নেননি। একটি টুর্নামেন্ট শেষ হতেই নতুন অ্যাসাইনমেন্ট হাতে নিলেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে তার এই অ্যাসাইনমেন্ট জাতীয় দলের সঙ্গে নয়, ‘এ’ দলের সঙ্গে। সাকিব, তামিমদের ছেড়ে কিছুদিনের জন্য মুমিনুল-সাদমানদের নিয়ে ব্যস্ত থাকতে মনস্থির করেছেন।

সেই লক্ষ্যে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরেই উড়ে যাচ্ছেন শ্রীলঙ্কায়। সঙ্গে থাকছেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। দুজনই সিরিজের শেষ পর্যন্ত সেখানে থাকবেন।

স্বাগতিক শ্রীলঙ্কান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিন এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এই মুহূর্তে সেখানে অবস্থান করছে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের ঠিক পরের স্তরের এই শিষ্যরা সেখানে ব্যাটে বলে কেমন পারফর্ম করে, সেটা খুব কাছ থেকে পরখ করে নিতেই কোচের এই যাত্রা।

বিজ্ঞাপন

বলে রাখা ভালো সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। বাকি আছে আরেকটি চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজের পুরোটা।

টপ নিউজ বাংলাদেশ ‘এ’ দল বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলঙ্কা সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর