সিপিএলের পথে সাকিবের সঙ্গী লিটন
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৫
ভীষণ ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন দাস । তিন জাতির টুর্নামেন্ট শেষ হয়েছে ২৪ ঘণ্টাও অতিক্রম হয়নি, কিন্তু দুজনকেই ধরতে হচ্ছে লম্বা ফ্লাইট। গন্তব্য ঢাকা থেকে সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। উদ্দেশ্য-ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবেন লাল সবুজের এই দুই ক্রিকেটার। নেপালি লেগস্পিনার সন্দীপ লামিছানের জায়গায় খেলাতে সাকিবকে উড়িয়ে নিচ্ছে বার্বাডোজ ট্রাইডেন্ট। আর লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর মোটেও ভাল যাচ্ছে না সাকিবের বার্বাডেোজের। টুর্নামেন্টে এই পর্যন্ত ম্যাচ খেলে মাত্র ২ জয়ে ৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে ৫ এ সাকিবের দল। অন্যদিকে লিটন দাসের দল জ্যামাইকা তালাওয়াস এবারের লিগে ৮ ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে আর হেরেছে বাকি ৬টিতেই। পয়েন্ট তালিকায় মাত্র ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে একদম তলানিতে।
সিপিএল খেলতে গিয়ে ৫ অক্টোবর থেকে শুরু দেশের ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না এই দুই ক্রিকেটার। নভেম্বর থেকে ভারতে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়রনশিপকে সামনে রেখে জাতীয় দলের প্রতিটি ক্রিকেটারের জন্যই এনসিএল বাধ্যতামুলক করেছিল বিসিবি। যতদূর জানা গেছে, এই দুই ক্রিকেটার ছাড়া বাদ বাকি সবাই টুর্নামেন্টটিতে অংশ নেবেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ লিটন দাস সাকিব আল হাসান সিপিএল ২০১৯