Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ ফি দিয়ে ক্ষতিগ্রস্থদের সাহায্য করবেন শাদাব খান


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৪

তিন ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা। এদিকে, ভূমিকম্পের জেরে পাকিস্তানে মৃত্যুমিছিল অব্যাহত। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, মৃতের সংখ্যা ৩৭, আহত অসংখ্য। স্থানীয় প্রশাসনের রিপোর্ট বলছে, পাঁচশোরও বেশি মানুষ নানা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অনেকেরই অবস্থা সঙ্কটজনক।

আগামীকাল থেকে (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। এর আগে পাকিস্তানের তরুণ ক্রিকেটার শাদাব খান ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ বছর বয়সী এই ক্রিকেটার জানান, ‘আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আমি যে টাকা ম্যাচ ফি বাবদ পাবো, সেগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যে কাজে লাগাতে চাই। পাকিস্তানে এই ভূমিকম্পে অনেক লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের সাহায্যে আমার ভাই-বোনদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

গত মঙ্গলবারের ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুর এলাকা। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। ৫.৮ মাত্রার এই ভূকম্পন পাকিস্তানের অন্য শহরগুলোতেও অনুভূত হয়, তাতে কেঁপে উঠে লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি। ভিমপুর এবং মিরপুরের মধ্যে সংযোগকারী সেতুটি ভেঙে গেছে। হাজার হাজার মানুষের রাত কাটছে খোলা আকাশের নীচে। ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে সেখানকার স্কুল-কলেজ দেবে গেছে।

২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে হামলা হলে বেশ কয়েকজন মারা যান। আবারও পাকিস্তানের মাটিতে খেলতে গেছে লঙ্কানরা। তবে, দলের ১০ তারকা ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে পাকিস্তান সফরে যাননি।

বিজ্ঞাপন

শাদাব খান এবরাই দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তিনি আরও জানান, ‘পাকিস্তানের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা সব সময়ই গর্বের। ২০০৯ সালের পর পাকিস্তানে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ হবে। আর সেখানে সুযোগ পেলে দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলব। আমাদের সমর্থন দিন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্য করুন। আমরা আমাদের দায়িত্বের অংশটুকু গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।’

করাচিতে ২৫ সেপ্টেম্বর পৌঁছেছে শ্রীলঙ্কা। ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অংশ নেবে লঙ্কানরা। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ হবে লাহোরে। আগামী ৫, ৭, ৯ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তান ত্যাগ করবে শ্রীলঙ্কা।

পাকিস্তান ভূমিকম্প শাদাব খান

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর