‘প্রিমিয়ার লিগে খেলা ভুটানকে’ হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৯
ঢাকা: আর একটা ধাপ পেরুলেই সাফের যুব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশের যুবারা। তবে সামনে বাধা ভুটান। এই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রেখেছে সেমিতে। তাদের হারিয়ে ফাইনালে যেতে চায় ফাহিম-আরাফাতরা। তবে কাজটা ওতো সহজও হবে না। কারণ এই দলটাই ভুটানের সর্বোচ্চ পেশাদার লিগে খেলছে ‘ভুটান-২০’ নামে।
এই দলটাই সাফে দুর্দান্ত খেলে সেমিতে পা রেখেছে। প্রিমিয়ার লিগে তো শুধু খেলছেই না সঙ্গে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। ১১ ম্যাচে চারে থাকা এই দলটা ১১ ম্যাচে ৫টা জিতেছে, তিনটা ড্র করেছে আর তিনটা হেরেছে। ১১ ম্যাচে এখনও পর্যন্ত ১৯ বার বলটাকে প্রতিপক্ষ দলের জালে জড়িয়েছে ভুটানের দলটা। নিজেদের জালে গিয়েছে মাত্র ১০টা।
এই দলই এখন সাফের অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের অংশ নিয়ে সেমিতে পৌঁছে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। নেপালকে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যবধানে। মালদ্বীপের সঙ্গে ড্র করে সেমিতে আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া এগারটায় মুখোমুখি হবে বাংলাদেশের সঙ্গে।
যদিও বাংলাদেশের এই দলে দেশের প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের অনেক ফুটবলার খেলছেন। সঙ্গে বাফুফের একাডেমির যুব ফুটবলারদের সমন্বয়ে এই দলটা এখন এই কঠিন প্রতিপক্ষ ভুটানের সঙ্গে নামতে চলেছেন কাঠমুন্ডুর এএফএ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ফাহিমরা।
তবে এমন ভুটানেও নির্ভয় দলের ফুটবল সদস্য সাদিকুজ্জামান ফাহিম, ‘টিম ওয়ার্ক অনেক ভালো হচ্ছে। কোচ যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি পারফর্ম করতে পারি তাহলে জিতবো ইনশাল্লাহ।’
ব্রাজিল থেকে ট্রেনিং নিয়ে আসা ফুটবলার ওমর ফারুক মিঠুর মুখে আত্মবিশ্বাস স্পষ্ট, ‘আমাদের দল অনেক গতিশীল একটা দল। সবাই ভালো প্লেয়ার। অ্যাটাকিং খেলবে। ভুটানের মতো টিমকে হারাতে পারবো আশা রাখি।’
তবে এমন ম্যাচের সামনে দলে হলুদ কার্ড ভয়ের কারণ মনে করছেন কোচ অ্যান্ড্রু পিটার টার্নার, এটা কখনই সুখকর নয় যখন আমাদের দুই তিনটা হলুদ কার্ড আছে। কিন্তু আমরা আরও সতর্ক থাকতে চাই মাঠে। আমরা দুই দলই ভালো প্রস্তুতি নিচ্ছি। ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে। কন্ডিশন ঠিক আছে। আশা করছি ভালো একটা ম্যাচই হবে।‘
বয়সভিত্তিক পর্যায়ে অদূর অতীতে বাংলাদেশকে হারানোর কোনও সুখস্মৃতি নেই ভুটানের। এই ক’দিন আগেও এএফসি কাপের অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোরারা। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবে ফুটবলাররা। তবে প্রিমিয়ার লিগে খেলা এই ভুটানের দলকে হারানো সহজ হবে না বাংলাদেশের। সহজভাবে জয় নিয়ে ফাইনালে যাওয়ার মজাটাও থাকে না। কঠিন ম্যাচে ভালো পারফরম্যান্স করেই ফাইনালে যাওয়ার অন্যরকম একটা আত্মতৃপ্তি পাওয়ার আগ্রহ নিয়েই সেরাটা দিবে বাংলাদেশ।
আরও পড়ুন: লটারিতে হেরে সেমিতে ভুটানকে পেল বাংলাদেশ