Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ মিশন শেষ জনির, তিন বছর পর ফিরলেন রায়হান


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনজুরিতে খেলা হয়নি বিশ্বকাপ বাছাইয়ের আফগান ম্যাচ। তবে ইনজুরিটা যে গুরুত্বর তা জানলেন সোমবার। আর তাতেই কাতার ও ভারত ম্যাচেও খেলতে পারছেন জাতীয় ফুটবল দলের নিয়মিত মাঝমাঠের সৈনিক মাসুক মিয়া জনি। অন্তত ছয় থেকে সাত মাস মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। এদিকে জনির ইনজুরিতে কপাল খুলেছে ঢাকা আবাহনীর রায়হান হাসানের। প্রাথমিক দলে ডাক পেয়েছেন এই রাইট ব্যাক উইঙ্গার।

‘এসিএল‘ ইনজুরিতে (হাঁটুর ইনজুরি) আক্রান্ত হয়ে জনি প্রায় ৬-৭ মাসের মতো মাঠের বাইরে থাকছেন। তারপর পুনর্বাসন হয়ে ম্যাচে ফিরতে আরও সময় লেগে যাবে। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে আগামী বছরের ১০ জুন ওমানের বিপক্ষে। তাই বলাই যায় ইনজুরিতে বিশ্বকাপ বাছাইয়ের মিশনটাই শেষ হয়ে হয়েছে জনির।

বিজ্ঞাপন

কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে জনিকে রাখা হলেও ইনজুরিতে ছিটকে যাওয়ার কারণে দলে নতুন সংযুক্তি রায়হান হাসান। সেই ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটান ম্যাচের পর তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তিন বছর পর ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। মাঝে ঢাকা আবাহনীর হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে উত্তর কোরিয়া থেকে দেশে ফিরেছেন গত মাসেই। আজকে প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন অনুশীলনে যোগ না দিতে পারলেও রাতে হোটেলে ক্যাম্পে যোগ দিচ্ছেন রায়হান।

ইনজুরির বিষয়ে জনি জানান, ‘তাজিকিস্তান যাওয়ার আগেই অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়ি। কোচ আমাকে বাদ দেননি। দলের সঙ্গে আমি তাজিকিস্তান যাই। একদিন সেখানে অনুশীলনও করেছি। কিন্তু ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত আর মাঠে নামিনি; আফগানদের বিপক্ষে ম্যাচও খেলিনি। আমার যে অবস্থা তাতে মনে হচ্ছে না বিশ্বকাপ বাছাইপর্বে আর খেলা হবে। পুরোপুরি সেরে উঠতে মার্চ-এপ্রিল। যদি এ সময়ের মধ্যে রিকোভারি করতে পারি; তা হলে জুনে গিয়ে হয়তো এক-দুই ম্যাচ খেলা হলেও হতে পারে! তবে সেই সম্ভাবনা খুবই কম। জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলতে না পারায় সত্যিই ভীষণ খারাপ লাগছে।’

এদিকে জনির বদলি রায়হানের ডাক পাওয়া নিয়ে কোচ জেমি জানান, ‘জনি অবশ্যই গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে মাঝমাঠে আমাদের যথেষ্ট ফুটবলার আছে। তবে রায়হান ডিফেন্স ছাড়াও উইঙ্গে দারুণ খেলে থাকে। আশা করছি ক্যাম্পে সে যোগ দিয়ে ভালো কিছু করে দেখাবে।’ আগামী ১০ অক্টোবর কাতারকে আতিথ্য দিবে বাংলাদেশ। ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে নামবে জেমির শিষ্যরা।

ইনজুরি কাতার ঢাকা আবাহনী বসুন্ধরা কিংস বাংলাদেশ বিশ্বকাপ বাছাই ভারত মাসুক মিয়া জনি রায়হান হাসান

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর