বান্দরবানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী
২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৮
বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনূর্ধ্ব-১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়ে। সেই সাথে আয়োজিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে অনূর্ধ্ব-১৭ বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনাল এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে টুর্নামেন্টটি।
প্রথমে সমাপনী খেলায় বালিকা দলের ফাইনাল অনুষ্ঠিত হয় লামা উপজেলা বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের মধ্যে। এই ম্যাচে নাইক্ষ্যংছড়ি উপজেলা দল ২-০ গোলে লামা উপজেলা দলেকে পরাজিত করে এবারের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭’র চ্যাম্পিয়ন হয়।
এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ বালক টুর্নামেন্টের সমাপনী খেলায় মুখোমুখি হয় লামা উপজেলা দল এবং বান্দরবান পৌরসভা দল। এই ফাইনালের নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা শেষ পর্যন্ত টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে লামা উপজেলা দল ৬-৫ গোলের ব্যবধানে বান্দরবান পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ বান্দরবান