ফাতিকে ছাড়া খেলবেন সুয়ারেজ-গ্রিজম্যানরা
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৬
বার্সেলোনার উঠতি তারকা আনসু ফাতিকে নিয়ে গণমাধ্যমের খবরের অন্ত নেই। মাত্র ১৬ বছর বয়সী এই স্ট্রাইকারের পায়ের জাদুতে মজেছে দলটির সমর্থকরা। বার্সার একাডেমির এই খেলোয়াড় সিনিয়র দলের জার্সিতে আলো ছড়িয়েই যাচ্ছেন। মাত্রই ক্লাবের মূল দলে জায়গা পাওয়া ফাতিকে নিয়ে শুরু হয়ে গেছে মাতামাতি। বার্সার এই বিস্ময় বালককে ছাড়াই লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে খেলতে নামবে বার্সা।
এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে। স্কোয়াডে নেই দলপতি লিওনেল মেসি। ইনজুরির কারণে আর্জেন্টাইন দলপতি ছিটকে গেছেন। এদিকে, হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন ফাতি।
বার্সার প্রাণভোমরা এবং দলপতি মেসির অনুপস্থিতে ক্লাবের সিনিয়র স্কোয়াডে ডাক পড়ে ফাতির। রিয়াল বেতিসের বিপক্ষে অভিষেক হয় তার। ১৭ বছর বয়সের আগে বার্সার সিনিয়র দলে খেলতে পারেননি কেউ। ১৭ বছরের চেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বার্সার মূল দলে খেলতে নামেন ফাতি (১৬ বছর ৩০০ দিন)। পরের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বদলি নেমে গোলও পান ফাতি। লা লিগায় বার্সার জার্সিতে তার চেয়ে কম বয়সে আর কেউ গোল করতে পারেননি।
এরপর ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে হারানোর ম্যাচে মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই লক্ষ্যভেদ করেন ফাতি। এর পাঁচ মিনিট পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে দিয়েও গোল করান তিনি। তাতে একবিংশ শতাব্দীতে লা লিগার একই ম্যাচে নিজে গোল করা এবং সতীর্থকে দিয়ে গোল করানো সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে যান ফাতি (১৬ বছর ৩১৮ দিন)। স্প্যানিশ লিগের পাঁচ ম্যাচে ফাতি গোল করেছেন দুটি, অ্যাসিস্ট করেছেন একটি।
গেটাফের বিপক্ষে বার্সার স্কোয়াড:
মার্ক আন্দ্রে টার স্টেগেন, নেতো; নেলসন সেমেদো, জেরার্ড পিকে, তোদিবো, ক্লেমেন্ত লেঙ্গলেট, মুসা ওয়াগুই, সার্জি রবার্তো, জুনিয়র ফিরপো; ইভান রেকিটিচ, সার্জিও বুসকেটস, আর্থার মেলো, কার্লোস অ্যালেনা, ফ্রেঙ্কি ডি ইয়ং, আরতুরো ভিদাল; লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং কার্লেস পেরেজ।