Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউন্স ব্যাক করবে বাংলাদেশ: সাকিব


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫২

স্টাফ করেসপন্ডেন্ট

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এবার শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে, হাতের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় টেস্টের পর টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না সাকিব। দলে যুক্ত হয়েছে পাঁচ নতুন মুখ।

ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হওয়ার পর প্রথম টেস্টে দারুণ পারফর্ম করে স্বাগতিকরা। তবে, দ্বিতীয় টেস্টে একরকম ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সামনে এবার ভিন্ন ফরম্যাট, ভিন্ন কিছুর অপেক্ষা। সবাইকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। এমনটাই আশা আঙ্গুলের ইনজুরিতে আসন্ন সিরিজ থেকে ছিটকে পড়া দেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত চুক্তি স্বাক্ষর শেষে তিনি বলেন, ‘দলকে নিয়ে আমি খুবই আশাবাদী। টি-টোয়েন্টি সিরিজে বাউন্স ব্যাক করতে পারবো।’

ইনজুরির কারণে ১৫ ও ১৮ ফেব্রুয়ারির দুই টি-টুয়েন্টি ম্যাচে থাকছেন না সাকিব। সাকিবহীন টেস্ট সিরিজ আর ত্রিদেশীয় ওয়ানডের ফাইনাল হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের দুই ম্যাচে সেরার পুরস্কারও মিলেছিল সাকিবের। তাই সাকিবহীন টি-টোয়েন্টি সিরিজে একটু ব্যাকফুটে কি টাইগাররা?

সাকিব জানালেন, ‘ব্যাকফুটে বলবো না। এই ফরম্যাটে সবারই সব ম্যাচে চান্স থাকে। একটা বল-দুইটা বল বা এক ওভারে খেলাটা চেঞ্জ করা যায়। টি-টোয়েন্টিতে আসলে কখনও কেউ ফেভারিট হয়ে নামে না। সেটা ধরেন, যেকোনো টিম যেকোনো দলের বিপক্ষে খেললেও। আয়ারল্যান্ডের সাথে যদি অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া খেলে সেখানেও কেউ ফেভারিট না। টি-টোয়েন্টির মজাটাই এখানে।’

বিজ্ঞাপন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজও জিতে নিয়েছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা। সামনের দুটি ম্যাচ বাংলাদেশের জন্য কেমন কঠিন হবে এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, ‘টি-টোয়েন্টি ভিন্ন জিনিস। যারা ভালো খেলবে তারাই জিতবে। দেখা যাচ্ছে যে একটা দল ৩০-৩৫ ওভার ভালো খেললো আর একটা দল পাঁচ ওভার ভালো খেললো। যে কেউ কিন্তু খেলা চেঞ্জ করে দিতে পারে। আমি বলবো বাংলাদেশের ভালো করার সুযোগ আছে। কারণ সবাই এখানে পারফর্মার। বিশেষ করে যারা নতুন এসেছে তারা বিপিএলে খুব ভালো করেছে। সেজন্য তারাই এখানে এসেছে।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজে বাংলাদেশের হার নিয়ে হতাশা সাকিবের মুখেও, ‘এটা একটু ডিসাপয়েন্টিং। আমি সিওর। সব খেলোয়াড়রাই ডিসাপয়েন্ট। সব খেলোয়াড়দের টার্গেট ছিল ম্যাচ জেতার। ক্রিকেটে আসলে সবসময়ে যেটা চাওয়া হয়, সেটা সব সময়ই হবে না এটাই স্বাভাবিক।’

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর