Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ টেস্ট নিয়ে হৈ চৈ’র কিছু নেই: হাবিবুল বাশার


৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:০০

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে হলে বিপ টেস্টে ১১ পেতে হবে। ঘরোয়া ক্রিকেট হয়েছে তো কি? ফিটনেস প্রশ্নে কোনো ছাড় দেবে না বিসিবি… খবরটি প্রথম ছিল অনানুষ্ঠানিক। কিন্তু তাতে কি? বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে অনানুষ্ঠানিক এই ঘোষণাটি জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল। দুশ্চিন্তায় অনেকের অনেকের রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছে!

ফিটনেস পরীক্ষায় এত নম্বর! কী করে পাওয়া সম্ভব? জাতীয় দলের বাইরে থাকা অনেকে প্রশ্ন তুলেছিলেন, জাতীয় দলের প্লেয়ারদেরও কী এই ফিটনেস আছে? সপ্তাহের বেশি সময় ব্যাপী শের-ই-বাংলার চত্বরে এটিই হয়ে উঠেছে একমাত্র আলোচ্য বিষয়। ক্রিকেটারদের সেই আলোচনায় পানি ঢেলে দিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়লেন, ‘বিপ টেস্টে ১১ পাওয়া নিয়ে এত হৈ চৈ এর কি আছে?’

বিজ্ঞাপন

তার এই মন্তব্যের মধ্য দিয়ে এতদিনের অস্পষ্ট একটি বিষয় আজ স্পষ্ট হলো, সেটা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ ২০১৯-২০২০ মৌসুমে খেলতে হলে প্রতিটি ক্রিকেটারকে বিপে অবশ্যই ১১ পেতে হবে। অবশ্য বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগেই টুর্নামেন্ট কমিটির সভায় নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে কমিটির সভাসদবৃন্দ। সভা শেষে বেরিয়ে হাবিবুল বাশার তা আনুষ্ঠানিকভাবেই জানালেন, ‘এটা নিয়ে হৈ চৈ এর কিছু নেই। আমরা একটা মান ঠিক করার চেষ্টা করছি। গতবার ৯ ছিল, এবার ১১ করেছি। আমার মনে হয় তারা সবাই পেশাদার ক্রিকেটার। সবারই ফিটনেস ভালো পর্যায়ে রাখা উচিত।’

তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা ফিটনেসের এই বাধ্যবাধকতার আওতায় থাকছেন না। কিন্তু যারা পারফর্মার নন, তাদের জন্য এই নম্বর অত্যাবশকীয়।

বিজ্ঞাপন

হাবিবুল যোগ করেন, ‘যারা পারফফর্মার তারা যদি ১১ করতে না পারে তাহলে বিবেচনা করা হবে। তবে এটাতে কোনো বেঞ্চমার্ক রাখব না। আমরা তখন চিন্তা করব কত করলে সুযোগ দেয়া যাবে।’

এনসিএলে খেলতে গেল বছর ক্রিকেটারদের বিপ টেস্টে পাশ করতে প্রয়োজন ছিল ৯। এবার কেন ১১ করা হলো? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে সুমন জানালেন, ক্রিকেটারদের ফিটনেসের পুরোনো সংস্কৃতি বদলে নতুন সংস্কৃতি তৈরিতেই এই প্রয়াস, ‘ফিটনেসের কিছুটা সংস্কৃতি তো বদলাতে হবে। ম্যাচ ফিটনেস আর বিপ টেস্টে অবশ্যই পার্থক্য আছে। তবে আপনি যদি ফিট না হন তাহলে ম্যাচ ফিটনেস পড়তে বাধ্য। ফিটনেস ও ফিল্ডিংয়ে আমরা উন্নতি করতে চাই।’

দেশের সাতটি বিভাগ ও ঢাকা মেট্রো এই আটটি দলের অংশগ্রহণে ১০ অক্টোবর থেকে দেশের চার ভেন্যুতে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের আসন্ন মৌসুম।

এনসিএল বিপ টেস্ট বিসিবি হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর