Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ ছেড়ে উগান্ডার কোচ ম্যাকেন্সট্রি


৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৮

ঢাকা: ব্যক্তিগত কারণে গত বছরের নভেম্বরে ফেডারেশন কাপের মাঝেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন উয়েফার প্রো লাইসেন্স প্রাপ্ত স্টুয়ার্ট হল। তারপরে দলে তার স্থলাভিষিক্ত হোন আরেক ব্রিটিশ জোনাথন ম্যাকেন্সট্রি। এবার লিগে তার কোচিংয়ে চতুর্থ হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আসন্ন বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে তাকেই কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছিল সাইফ শিবির।

ব্যক্তিগত ইচ্ছার কারণে সাইফ ছেড়ে উগান্ডার জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন জোনাথন ম্যাকেন্সট্রি। আফ্রিকার এই দেশটির ফিফা র‌্যাঙ্কিং এখন ৮০।

বিজ্ঞাপন

পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের হেড কোচের দায়িত্ব হতে জোনাথন অব্যাহতি নিয়েছেন বলে ক্লাবসূত্রে জানা যায়।

ইতোমধ্যে দ্বাদশ প্রিমিয়ার লিগের অনুশীলন শুরু করে দিয়েছে সাইফ। এই অবস্থায় ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ও সাইফের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট হলকে সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

৩৪ বছর বয়সী ম্যাকেন্সট্রি উত্তর আয়ারল্যান্ডের নাগরিক। সাইফ ছাড়াও এর আগে আফ্রিকার দুই দেশ সিয়েরা লিওন ও রুয়ান্ডা জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। কোচের নেতৃত্বে এবার বিপিএলে গতবারের মতো চতুর্থ স্থান নিশ্চিত করেছে সাইফ।

আরও পড়ুন: কোচ হিসেবে ম্যাকেন্সট্রিকেই রাখছে সাইফ

উগান্ডা জাতীয় দল জোনাথন ম্যাকেন্সট্রি সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর