Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে টপকে রাউলের পাশে রোনালদো


২ অক্টোবর ২০১৯ ০৪:৪৬

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। জুভিরা সহজেই হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে। হিগুয়েন, বেনারডেচি আর রোনালদোর গোলে লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

তুরিনের বুড়িরা ম্যাচের ১৭ মিনিটে হিগুয়েনের গোলে লিড নেয়। বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে বেনারডেচি আর ৮৮ মিনিটে সিআর সেভেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এটা রোনালদোর প্রথম গোল। আসরের রেকর্ড গোলদাতা রোনালদোর সব মিলিয়ে গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭টি।

বিজ্ঞাপন

এদিকে, এই গোলের মধ্যদিয়ে আরেকটি রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন পর্তুগিজ স্টার রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। তাতে রিয়াল মাদ্রিদের সাবেক আরেক তারকা ফরোয়ার্ড রাউল গঞ্জালেসের পাশে বসলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো।

রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেও টপকে গিয়েছেন রোনালদো। ৩২টি ক্লাবের বিপক্ষে গোল করে এই তালিকার যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন মেসি-রোনালদো।

পর্তুগিজ তারকার বেশ কয়েকটি জোরালো শট আটকে দেন অতিথি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে এবং ৭৫ মিনিটে আরও দুবার সিআর সেভেনকে রুখে দেন লেভারকুজেনের গোলরক্ষক। যদিও দলের দ্বিতীয় গোলটি বানিয়ে দিয়েছেন রোনালদোই। ৮৮ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় পাওলো দিবালার বাড়ানো বলে গোল করেন পর্তুগিজ অধিনায়ক।

চলতি মৌসুমে জুভিদের এটি প্রথম জয়। এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সমতা নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদো বাহিনী।

বিজ্ঞাপন

** হারতে বসা রিয়ালকে বাঁচালেন রামোস-ক্যাসেমিরো

মেসি রাউল রোনালদো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর