Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল সাকিব


৩ অক্টোবর ২০১৯ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সাকিব আল হাসান। আসরের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের জয়ে বড় ভূমিকা রেখেছেন বোলার সাকিব। অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবদের দল বার্বাডোজ। ত্রিনিদাদে এই ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। আর ব্যাট হাতে ১৪ বলে ১৩ রান করেন তিনি।

দুই ম্যাচ আগেও পয়েন্ট তালিকায় নড়বড়ে ছিল সাকিবদের দলটি। তবে, এই জয়ে উঠে এসেছে শীর্ষ দুইয়ে। সাকিব এই আসরে নিজের প্রথম ম্যাচে বল হাতে ৪ ওভারে ১৪ রান খরচায় তুলে নেন একটি উইকেট। আর ব্যাট হাতে তিন নম্বরে নেমে করেছিলেন ৩৮ রান। তার ২৫ বলে সাজানো ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মার। সেন্ট কিটসের বিপক্ষে সেই ম্যাচে বার্বাজোড হেরেছিল ১ রানের ব্যবধানে।

বিজ্ঞাপন

নিজের দ্বিতীয় ম্যাচে সাকিব নামেন সেন্ট লুসিয়ার বিপক্ষে। ২৪ রানে জেতা সেই ম্যাচে সাকিব তিন নম্বরে ব্যাট হাতে নেমে ২১ বলে দুটি বাউন্ডারিতে করেন ২২ রান। আর বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

নিজের তৃতীয় ম্যাচে ত্রিনবাগোর বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। আগে ব্যাটিংয়ে নামা ত্রিনবাগোর বিপক্ষে ইনিংসে প্রথম ওভারে বল হাতে তুলে দেওয়া হয় সাকিবের। প্রথম ওভারেই সফল ছিলেন টাইগার দলপতি। ওপেনার জেমস নিশামকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন সাকিব। পাওয়ার প্লেতে সাকিব ২ ওভারে মাত্র ৮ রান খরচ করে নেন একটি উইকেট।

এরপর আবার তাকে বোলিং আক্রমণে ফিরিয়ে আনা হয় ১৫তম ওভারে। এবারও বল হাতে নিয়ে সফল হন সাকিব। ফিরিয়ে দেন আরেক ওপেনার লেন্ডল সিমন্সকে। বোল্ড হওয়ার আগে সিমন্স করেন ৪৫ বলে তিনটি চার আর চারটি ছক্কায় ৬০ রান। দলপতি কাইরন পোলার্ড ২০, দিনেশ রামদিন করেন ১৮ রান। ত্রিনবাগো ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। সাকিব ছাড়াও বার্বাডোজের হয়ে দুটি করে উইকেট পান হ্যারি গার্নি আর হেইডেন ওয়ালশ।

১৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বার্বাডোজ ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার জনসন চার্লস ৪৭ বলে ৫৫, অ্যালেক্স হেলস ২৭ বলে ৩৩, সাকিব ১৪ বলে ১৩, জেপি ডুমিনি ১৭ বলে অপরাজিত ১৮ আর অ্যাশলে নার্স ১৩ বলে অপরাজিত ১০ রান করেন।

বার্বাডোজ সাকিব সিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর