Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের সাহায্যে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা


৪ অক্টোবর ২০১৯ ১৩:২৪

বার্সেলোনা ক্লাবটি যখন গঠিত হয় তখন থেকেই এই ক্লাবটিকে ‘মোর দ্যান এ ক্লাব’ অর্থাৎ ‘একটি ক্লাবের থেকেও বড় কিছু’ বলে আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে সাহায্যের জন্য এই ক্লাবটি হাত বাড়িয়ে দিয়েছে অনেক ক্লাবকেও। আর সর্বশেষ এই তালিকায় যুক্ত হচ্ছে বন্যার্তদের সাহায্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা।

গেল মাসে এক ভয়ংকর বন্যার কবলে পড়ে কার্টেগনা শহর। ভয়াবহ বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়। প্রায় ১৭০ থেকে ১৯০ মিলিয়ন ইউরো সমপরিমাণ অর্থের ক্ষতি হয় এই বন্যায়। আর বন্যার্তদের সাহায্যের জন্য নভেম্বর মাসে কর্টেগনা এফসির সাথে তাদের মাঠেই একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।

শেষবার ২০১৩-২০১৪ মৌসুমে কার্টেগনা এফসির বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আর নভেম্বর মাসে আবারও ১৩ তারিখ এই দলের বিপক্ষে তাদের ঘরের মাঠ এস্তাদিও কার্টাগনোভাতে।

এর আগে ব্রাজিলিয়ান ক্লাব শ্যাপেকোয়েন্সকে ক্যাম্প ন্যু’তে আমন্ত্রণ জানিয়েছিল গাম্পার ট্রফিতে খেলার জন্য। ২০১৬ সালে একটি প্লেন দুর্ঘটনায় এই ক্লাবের অধিকাংশ ফুটবলাররা নিহত হয়। আর প্লেনে থাকা ৭৭ জন যাত্রীর মধ্যে নিহত হন ৭১ জন। শ্যামেকোয়েন্সকে সাহায্য করার জন্যই পরের বছরের গাম্পার ট্রফিতে আমন্ত্রণ জানিয়েছিল বার্সেলোনা। আর এ বছর আবারও কর্টেগনা শহরের বন্যার্তদের সাহায্যের জন্য প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।

কর্টেগনা এফসি বনাম বার্সেলোনা প্রীতি ম্যাচ বন্যার্তদের সাহায্যে বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর