একাদশে নেই সৌম্য, ধারাবাহিক মিরাজ
৪ অক্টোবর ২০১৯ ১৮:৪৭
আগামী নভেম্বরে স্বাগতিক ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের অনেক ক্রিকেটারকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা সফরে। সেখানে তারা বাংলাদেশ ‘এ’ দলের প্রতিনিধিত্ব করছে। আগের ম্যাচে থাকলেও এই ম্যাচে জায়গা হয়নি সৌম্য সরকারের। ড্র হওয়া আগের ম্যাচে ব্যাট হাতে সৌম্য ২৪ রান করলেও বল হাতে কোনো উইকেট পাননি।
এদিকে, শ্রীলঙ্কায় প্রথম আন-অফিসিয়াল টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে উইকেটের দেখা পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে ব্যাট হাতে ৫৭ রান করার পর মিরাজ বল হাতে ১৫০ রান খরচায় নিয়েছিলেন ৫টি উইকেট।
হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল ৭৪ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২২৩ রান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক চার বোলারকে ব্যবহার করেন। বল হাতে মিরাজ ৩১ ওভারে ১২ মেডেন নিয়ে ৬৬ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। পেসার এবাদত হোসেন ১৭ ওভারে ৫১ রানের বিনিময়ে পেয়েছেন দুটি উইকেট। সালাউদ্দিন শাকিল আর রিশাদ হোসেন কোনো উইকেট পাননি।
লঙ্কানদের ওপেনার পাথুম নিশানকা ১৬৬ বলে ৮৫ রান করেন। আরেক ওপেনার সংগীত কোরে ১৭ রানে সাজঘরে ফেরেন। ৬২ রান করেন তিন নম্বরে নামা কামিন্দু মেন্ডিস। দলপতি আশান প্রিয়াঞ্জন ৮, প্রিয়ামল পেরেরা ৪ রান করে বিদায় নেন। চারিথ আশালাঙ্কা ১৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ‘এ’ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, সালাউদ্দিন শাকিল।