ব্যাটিং ব্যর্থতায় হারলো মেয়েরা
৪ অক্টোবর ২০১৯ ২১:০০
পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেননি ব্যাটাররা, কোনোরকম ১০০ রান পার হতেই অলআউট। বোলিংয়ের আলো ছড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে, বাংলাদেশ নারী ‘এ’ দলকে হারিয়ে সিরিজ শুরু করলো ভারত নারী ‘এ’ দল।
কক্সবাজারে শুক্রবার (৪ অক্টোবর) প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ৪৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। দলের হয়ে মুর্শিদা ১০, শারমিন ৬, ফারজানা ১০, নিগার ১৭, রুমানা ৯, শায়লা ৮, রিতু ৮, ফাহিমা ১৭, নাহিদা ৩, কুবরা ৬* রান করেন।
ভারতের সুশ্রী ১৩ রানে তিনটি উইকেট তুলে নেন। এছাড়া, কানওয়ার ২২ রানে তিনটি, তনুশ্রী ১১ রানে দুটি, দেবিকা ১৯ রানে একটি আর শিমরন ২০ রানে একটি উইকেট পান।
ভারত নারী ‘এ’ দল ১০৫ রানের ছোট লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৭৩ বল বাকি থাকতে। ৩৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছানো ভারতের হয়ে মেঘানা ১২, পারভীন ৫১*, দেবিকা ৮, তনুশ্রী ২৯* রান করেন।
বাংলাদেশের রুমানা ২৬ রানে একটি আর শায়লা ১১ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট। এছাড়া, নাহিদা ১৮, রিতু ১১, খাদিজাতুল কুবরা ১৯ আর ফাহিমা ১৮ রান খরচায় কোনো উইকেট পাননি।