কাভানির পর সরে দাঁড়ালেন সুয়ারেজ
৫ অক্টোবর ২০১৯ ১৪:৩০
চলতি মাসের মাঝামাঝি সময়ে পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। চোটের কারণে পিএসজির তারকা এডিনসন কাভানিকে স্কোয়াডে রাখা হয়নি। সম্প্রতি চোট কাটিয়ে ওঠলেও বার্সেলোনার তারকা লুইস সুয়ারেজ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুয়ারেজ।
জাতীয় দলে না খেলে বরং বার্সার সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন। এক বিবিৃতিতে কাতালান ক্লাবটিও এমনটি নিশ্চিত করেছে।
তাতে লা লিগায় পরের ম্যাচে সেভিয়ার বিপক্ষে সুয়ারেজের খেলা হবে কী না সেটা নিশ্চিত করেনি স্প্যানিশ ক্লাবটি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে সুয়ারেজ জোড়া গোল করে দলকে জেতান।
আগামী ১২ অক্টোবর নিজেদের মাঠে পেরুর বিপক্ষে নামবে উরুগুয়ে। এর তিন দিন পর পেরুর মাঠে নামবে কাভানি-সুয়ারেজহীন উরুগুয়ে।