Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সিরিজের আগেই ভেট্টোরি আসছেন


৫ অক্টোবর ২০১৯ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া নিউজিল্যান্ডের সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টোরি তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু শুরু হবে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, ক্যাম্প শুরুর আগেই ভেট্টরি যোগ দেবেন।

ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। টেস্টেও তাকে ব্যাটিং কোচ হিসেবে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এ ব্যাপারে এখনও কোনো চুক্তি হয়নি। তবে ভারত সফরে প্রথম টেস্টে তিনি দলের সঙ্গেই থাকবেন।

বিজ্ঞাপন

আরকরাম খান জানালেন, ‘হ্যাঁ ম্যাকেঞ্জি আসছেন, তিনি প্রথম টেস্টে থাকবেন। তবে দ্বিতীয় টেস্টে থাকবেন কিনা নিশ্চিত নয়। আসলে সব ফরম্যাটে একজন ব্যাটিং কোচই আমরা চাচ্ছি, তাকে শুধু সাদা বলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি লাল বল, সাদা বল দুটোই একজন দেখবে যেটা দলের জন্যও ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওর সাথে চুক্তি করার।’

শনিবার (৫ অক্টোবর) গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে কোচদের ডেভলপমেন্ট বিষয়ক সভায় বসেছিলেন আকরাম। ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হবে কী না এ প্রসঙ্গে আকরাম খান জানালেন, ‘এটা আমাদের মাথায় আছে, দেখেন আর্থিক দিক হোক আর অন্যান্য সুযোগ সুবিধা হোক আগের চেয়ে কিন্তু বেড়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের যেহেতু সুযোগ সুবিধা বেড়েছে,পারিশ্রমিক বেড়েছে। ঘরোয়া লিগের ক্রিকেটাররাও এটার দাবিদার, আসলে এক সাথে তো সব হবে না, আস্তে আস্তে সব ঠিক হবে। এবার বাড়েনি তবে জাতীয় দলের খেলোয়াড়রা যেহেতু সুযোগ সুবিধা বেশি পাচ্ছে আগের তুলনায়, ঘরোয়া খেলোয়াড়দের এটা প্রাপ্য। আমাদেরও আগের চাইতে বেড়েছে, সামনে হয়তো আরও ভালো হবে।’

ভেট্টোরি ম্যাকেঞ্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর