এক ম্যাচেই ১৩ হাজার পুলিশ
৬ অক্টোবর ২০১৯ ১৫:১৬
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। স্বাগতিক পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আর এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার কোনো ফাঁক রাখেনি পাকিস্তান পুলিশ। লঙ্কান ক্রিকেটারদের টিম হোটেল থেকে লাহোর স্টেডিয়াম অবধি নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৩ হাজার পাকিস্তানি পুলিশ।
নিরাপত্তায় ১৩ হাজার পুলিশের দায়িত্ব প্রসঙ্গে লাহোর পুলিশের ডিআইজি (অপারেশন) আশফাক খান জানান, আমাদের দেশে আন্তর্জাতিক কোনো দল আসলে আমরা তাদের নিরাপত্তাকে প্রাধান্য দেব। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে আমি নিজেই নিরাপত্তা পর্যববেক্ষণের দায়িত্বে ছিলাম। পুরো স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়।
এদিকে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও আগামী মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। সাকিব-মুশফিকরা সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। আর মেয়েরা খেলবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও দুই ম্যাচ সিরিজের ওয়ানডে।
যদিও পাকিস্তানে সিরিজ খেলতে নারী ক্রিকেট দল ও ছেলে দলকে পাঠানোর আগে এই মুহূর্তে চলছে বাংলাদেশের নিরাপত্তা পর্যববেক্ষণ। পর্যবেক্ষণ শেষে পর্যবেক্ষকরা যে প্রতিবেদন দেবেন তার প্রেক্ষিতেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আপনারা জানেন নিরাপত্তা ইস্যুতে আমাদের বোর্ড সভাপতি কতটা কঠোর। আমরা এখনো নিশ্চিত না কোথায় খেলবো, দুবাইতে নাকি পাকিস্তানে। নিরাপত্তা বিষয়টা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আশা করি ১০/১৫ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে।’