তাইওয়ান ওপেনে যৌথভাবে পঞ্চম সিদ্দিকুর
৬ অক্টোবর ২০১৯ ১৭:৩৬
গত মাসে তাইপেতে ‘ইয়েনডের টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ’-এ যৌথভাবে ১৪তম হয়েছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এরপর প্যানাসনিক ওপেনে ‘কাট’ হয়ে বাদ পড়েছিলেন তিনি। এবার সিদ্দিকুর আশা দেখাচ্ছিলেন তাইওয়ান ওপেনে।
চতুর্থ বা শেষ রাউন্ডের আগে ভালো অবস্থানে থাকলেও শেষ দিন বাজে পারফরম্যান্সে হতাশ হতে হয় সিদ্দিকুরকে। চার রাউন্ড মিলে পারের চেয়ে মোট চার শট কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে পঞ্চম হয়েছেন সিদ্দিকুর।
তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ রাউন্ডে একটি বার্ডি করলেও দুটি বোগি ও একটি ডাবল বোগি করে হতাশ হতে হয় সিদ্দিকুরকে। শেষ রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেন তিনি।
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে অষ্টম স্থানে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে উঠে আসেন ষষ্ঠ স্থানে। তৃতীয় রাউন্ডে দারুণ পারফরম্যান্সে উঠে আসেন চতুর্থ স্থানে। কিন্তু তাইওয়ানের এই প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডে গিয়ে একধাপ নিচে নেমে যেতে হয়।