Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনাল-চেলসির জয়, হেরেছে সিটি


৬ অক্টোবর ২০১৯ ২০:৫৭

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল-বোর্নমাউথ, ম্যানচেস্টার সিটি-উলভারহ্যাম্পটন এবং সাউদাম্পটন-চেলসি। নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে আর্সেনাল এবং চেলসি। নিজেদের মাঠেই হেরেছে সিটিজেনরা।

এমিরেটসে নিজেদের মাঠে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সিটি। আর সাউদাম্পটনের বিপক্ষে আতিথ্য নিয়ে চেলসি জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

এমিরেটসে ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করেন গানার তারকা ডেভিড লুইস। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল।

ইতিহাদে নিজেদের মাঠে বল দখলের লড়াইয়ে ৭২ শতাংশ এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সিটি। বিরতির পর ম্যাচের ৮০ মিনিটের মাথায় অ্যাডামা তাউরের গোলে লিড নেয় আতিথ্য নেওয়া উলভারহ্যাম্পটন। যোগ করা অতিরিক্ত সময়ে আবারও সিটির জালে বল জড়ান অ্যাডামা তাউরে। ২-০ স্কোরেই স্বাগতিকদের হারিয়ে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন।

সাউদাম্পটনের মাঠে আতিথ্য নিয়ে প্রথমার্ধেই ৩-১ গোলের লিড নেয় চেলসি। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ২২ বছর বয়সী স্ট্রাইকার ট্যামি আব্রাহামের গোলে লিড নেয় ব্লুজরা। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ২০ বছর বয়সী মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। আর ৩০ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোলটি করেন স্বাগতিক সাউদাম্পটনের ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ইনগস। বিরতির আগে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি তারকা মিডফিল্ডার এনগোলো কন্তে।

৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজরা। বিরতির পর ম্যাচের ৮৯ মিনিটের মাথায় গোল করেন চেলসির বেলজিয়ান তারকা মিচি বাতশুয়াই। আর কোনো গোল না হলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

বিজ্ঞাপন

আর্সেনাল চেলসি ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর