সাকিবদের সুযোগ শেষ হয়ে যায়নি
৭ অক্টোবর ২০১৯ ১২:৫২
চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে হেরেছে সাকিবের দল বার্বাডোজ। এখনও অপরাজিত থাকা শোয়েব মালিকের গায়ানা অ্যামাজনের বিপক্ষে ৩০ রানে হেরেছে বার্বাডোজ। এই জয়ে ফাইনালে উঠেছে গায়ানা। আর সাকিবদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে তাদের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স।
আগামী ১০ অক্টোবর বার্বাডোজ-ত্রিনবাগোর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে। ফাইনালে গায়ানার বিপক্ষে খেলতে হলে সাকিবদের সেই ম্যাচটি জিততেই হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আগে ব্যাটিংয়ে নামা গায়ানা ৩ উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। জবাবে, ৮ উইকেট হারানো বার্বাডোজের ইনিংস থামে ১৮৮ রানের মাথায়। গায়ানার ওপেনার ব্রান্ডন কিং ৭২ বলে ১০টি চার আর ১১টি ছক্কা করেন অপরাজিত ১৩২ রান। আরেক ওপেনার চন্দরপল হেমরাজ ২৭ রান, শিমরন হেটমায়ার ৩ রানে বিদায় নেন। দলপতি শোয়েব মালিক ১৯ বলে তিন ছক্কায় ৩২ রান করেন। নিকোলাস পুরান ৩ বলে দুই ছক্কায় ১২ রান করে অপরাজিত থাকেন।
সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। জেসন হোল্ডার ৪ ওভারে ৩৬ রান খরচায় পান একটি উইকেট। হেইডেন ওয়ালশ ৪ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।
২১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বার্বাডোজের ওপেনার জনসন চার্লস ১৫, অ্যালেক্স হেলস ৩৬ রান করেন। সাকিব ৯ বলে ৫ রান করে বিদায় নেন। শাই হোপ ২১, জেপি ডুমিনি ১৪ রান করেন। জোনাথন কার্টার ২৬ বলে ৫টি চার আর ৩টি ছক্কায় করেন ৪৯ রান। দলপতি জেসন হোল্ডার ১৫ বলে করেন ২৯ রান। অ্যাশলে নার্স ১৩ রানে অপরাজিত থাকেন।
গায়ানার রোমারিও শেফার্ড ৪ ওভারে ৫০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। দুটি উইকেট পান ইমরান তাহির। শোয়েব মালিক একটি এবং ওডিয়ান স্মিথ দুটি করে উইকেট তুলে নেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান ব্রান্ডন কিং।