Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট ম্যাচে এমন কাকতাল !


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫

সারাবাংলা ডেস্ক

কাকতালীয় ব্যাপারটা তো কতই ঘটে ক্রিকেটে। তাই বলে এমন কাকতাল! দুই দেশের স্কোর মিলে গেল এভাবে! অবিশ্বাস্য এই কাহিনিই ঘটেছে আফফানিস্তান-জিম্বাবুয়ের দুই ওয়ানডেতে।

৯ ফেব্রুয়ারি শারজায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-জিম্বাবুয়ে। ওই ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৩ রান করেছিল আফগানিস্তান। ওই রান তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে, হেরে গিয়েছিল ১৫৪ রানে।

দুই দিন পর শারজায় দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি দুই দল। এবার আগে ব্যাট করল জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে সেই ৫ উইকেট হারিয়েই করল ৩৩৩ রান। মিলটা এখানেই শেষ হয়ে গেলে এমন কিছু হতো না। কিন্তু ওই রান তাড়া করতে নেমে ঠিক আগের ম্যাচের মতোই ১৭৯ রানে অলআউট হলো আফগানিস্তান। জিম্বাবুয়ে ম্যাচটা জিতে গেল ১৫৪ রানে! পর পর দুই ম্যাচের স্কোর এভাবে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার উদাহরণ আর আছে কি না সন্দেহ !

একটাই শুধু অমিল আছে । প্রথম ম্যাচে ৩৪.৪ ওভারে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে, পরের ম্যাচে আফগানিস্তান অলআউট হয়েছিল ৩০.১ ওভারে। আরেকটু হলে সেটাও তো মিলে যেত

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর