Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ চান ক্রীড়া প্রতিমন্ত্রী


৮ অক্টোবর ২০১৯ ১৭:৩৮

ঢাকা: সম্প্রতি বাংলাদেশের চার তরুণ ফুটবলার ব্রাজিলে এক মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন। মাসব্যাপী কার্যক্রমের সফলতায় সন্তুষ্ট হয়ে এবার বড় প্রকল্প হাতে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উন্নত প্রশিক্ষণের জন্য দীর্ঘমেয়াদে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমনটাই জানান। বাংলাদেশের নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত এ ব্যাপারে বলেছেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হলে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ব্রাজিল।

রাজধানীতে ব্রাজিলের ১৯৭’তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আলোচনায় উঠে আসে অনূর্ধ্ব-১৫ ও ১৭ পর্যায়ের ৪ বাংলদেশি ফুটবলারের কথা। যারা কিছুদিন আগেই এক মাসের প্রশিক্ষণ শেষ করে এলো সাম্বার দেশ থেকে।
তাদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট দু’দেশের কর্মকর্তারাই। এই সফলতাকে তাই এবার আরও বড় পরিসরে কাজে লাগাতে চান মন্ত্রী। নিতে চান দীর্ঘমেয়াদে ব্রাজিলের অনুশীলনের সুযোগ।

প্রতিমন্ত্রী বলেন, ‘এক মাসেই যেহেতু তারা এত উন্নতি করেছেন তাই আমরা যদি দুই বছরের প্রশিক্ষণ নিতে পারি তবে তা ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।‘

লাল সবুজের তরুণ প্রতিভাদের নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের রাষ্ট্রদূতও। বাংলাদেশ সরকার থেকে নতুন কোনো প্রস্তাব আসলে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র বলেন, ‘বাংলাদেশের ফুটবলাররা খুব ভালো। আমাদের দেশের কোচরা তাদের অনেক প্রশংসা করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব আসলে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করব।‘

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিকবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে সদ্য ফেরত ৪ তরুণ ফুটবলারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাংলাদেশের ফুটবলার ব্রাজিলে প্রশিক্ষণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর