Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হারলো মিঠুন-আফিফরা


৯ অক্টোবর ২০১৯ ১৬:০৭

তিন ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল হক, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজদের ছাড়া খেলতে নামা সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়। জবাবে, ২৫.৫ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দল ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

বিজ্ঞাপন

ব্যাটিং ব্যর্থতার ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার সাইফ হাসান। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত করেন ২৪ রান। দলপতি মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। আফিফ হোসেন ১১, এনামুল হক বিজয় ৫, নাঈম হাসান ২, আরিফুল হক ৫, সানজামুল ইসলাম ৬, আবু হায়দার ১, মেহেদি হাসান রানা ০, আবু জায়েদ ০ রান করেন।

১১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দলীয় ৫, ২১ আর ৫১ রানে তিনটি উইকেট হারায়। দলপতি আশান প্রিয়াঞ্জন ৫০ রান অপরাজিত থাকেন। প্রিয়ামল পেরেরা ২৪ রানে অপরাজিত থাকেন। আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি আর মেহেদি হাসান রানা একটি করে উইকেট তুলে নেন।

আগামীকাল (১০ অক্টোবর) দ্বিতীয় আন-অফিসিয়াল ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তৃতীয় বা শেষ ম্যাচটি হবে ১২ অক্টোবর।

** প্রতিযোগিতার জন্য অনূর্ধ্ব- ১৯ এর দ্বিতীয় দল গঠন

ওয়ানডে বাংলাদেশ ‘এ’ মিঠুন-আফিফ শ্রীলঙ্কা 'এ'

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর