Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারার মেলায় গড়াচ্ছে এনসিএল


৯ অক্টোবর ২০১৯ ১৯:২৪

গেল কয়েক বছর ধরেই মাঠে গড়াচ্ছে সাদামাটা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তারকা শূন্যতায় মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, হারিয়েছে জৌলুসও। ফলে স্পন্সরদের টানতেও গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। শুধু তাই নয়, ঘরোয়া চার দিনের ক্রিকেটর মান নিয়েও উঠেছে প্রশ্ন। খোদ দেশের টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানও বলেছেন ওখানে (ঘরোয়া ক্রিকেটে) ডাবল সেঞ্চুরি করা প্লেয়ার জাতীয় দলে এসে ১০-১৫ রানও করতে পারে না।

ঠিক তখনই নড়ে চড়ে বসে বিসিবি। মান বাড়াতে উদ্যোগ নেয় যতটা সম্ভব প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের প্লেয়ার খেলানোর। শুধু তাই নয় আফগানদের বিপক্ষে ব্রিবতকর টেস্ট হারের পরে ও আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতেও জাতীয় দলের ক্রিকেটারদের চার দিনের ক্রিকেট ম্যাচ খেলা উচিত বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। সেই ভাবনা থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য টুর্নামেন্টটি বাধ্যতামূলক করে দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-বিসিবি।

ফলে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হওয়া ২১তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দেশের অধিকাংশ তারকা ক্রিকেটারকেই দেখা যাবে। সিপিএলে ব্যস্ত থাকায় সাকিব খেলতে না পারলেও মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজরা এই আসর আলোকিত করতে নামবেন।

এনসিএলের প্রথম রাউন্ডের খেলায় আগামীকাল দেশের চারটি ভেন্যুতে নামছে ৮টি দল। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ঢাকা মেট্রোর মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগকে আতিথ্য দেবে স্বাগতিক খুলনা বিভাগ। আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রবিশাল বিভাগকে মোকাবেলা করবে সিলেট বিভাগ।

প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

এনসিএল জাতীয় লিগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর