শুরু হলো এনসিএল
১০ অক্টোবর ২০১৯ ১০:১৪
অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াল বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী গোলাম মুর্ত্তজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সিইও নিজাউদ্দিন চৌধুরী সুজন। আর টাইটেল স্পন্সর ওয়ালটনের পক্ষ থেকে ছিলেন নির্বাহী পরিচালক উদয় হাকিম। উদ্বোধনের সঞ্চালনা করেছেন লাল সবুজের ক্রিকেটের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
সকাল সাড়ে ৯টায় হোম অব ক্রিকেটে গড়িয়েছে টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচটি। একই সময় একযোগে দেশের অপর তিন ভেন্যুতে শুরু হয়েছে আরও তিনটি ম্যাচ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগকে আতিথ্য দিচ্ছে স্বাগতিক খুলনা বিভাগ।
আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগকে মোকাবেলা করছে সিলেট বিভাগ।