Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দলগুলো চূড়ান্ত


১০ অক্টোবর ২০১৯ ২২:২৭ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ২২:২৮

ঢাকা: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের লাইন-আপ চূড়ান্ত হয়েছে। চলতি মাসের ১৯শে অক্টোবর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের লাইন-আপ নির্ধারণ করা হয়েছে।

টুর্নামেন্টের মোট আটটি ক্লাবের মাঝে বিদেশি ক্লাবগুলো হলো ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি। মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। এছাড়া বাংলাদেশের বসুন্ধরা কিংস, আবাহনী লি: ঢাকা ও আয়োজক চট্টগ্রাম আবাহনীকে নিয়ে পুর্ণ হবে আট ক্লাবের লাইন আপ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার মহাখালীর রুপায়ন সেন্টারে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের চুড়ান্ত লাইন-আপ উপস্থাপন করেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রধান সম্বন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর ভাইস প্রেসিডেন্ট তরফদার মো: রুহুল আমিন।

‘আমরা টুর্নামেন্টে উচু মানের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করেছি, তুখোড় প্রতিদ্বন্দ্বিতায় ভাস্বর হবে এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ, দর্শকরা উপভোগ করবে উচু মানের ফুটবল’ বলেন তরফদার মো: রুহুল আমিন।

‘চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের জন্য পরিপুর্ণ ভাবে তৈরী করা হচ্ছে। ফ্লাডলাইট, মাঠ গ্যালারি সব খানেই চলছে ব্যাপক সংষ্কার কাজ, আশা করি টুর্নামেন্ট শুরুর আগেই ঝকঝকে একটি ভেন্যু হয়ে উঠবে এম এ আজিজ স্টেডিয়াম’ বলেন তরফদার মো: রুহুল আমিন।

চট্টগ্রাম আবাহনীর দল সম্পর্কে তরফদার মো: রুহুল আমিন বলেন ঘানা বিশ্বকাপ দলের সাবেক খেলোয়াড় প্রিন্স ট্যাগোকে অন্তর্ভুক্ত করে শক্তিশালী দল গঠন করেছে চট্টগ্রাম আবাহনী, লড়বে শিরোপার জন্য।

বিজ্ঞাপন

আগামীকাল শুক্রবার হোটেল লা মেরিডিয়ানে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান আয়োজিত হবে। বিকেল চারটায় শুরু হওয়া এই ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর