Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি মারিয়ার সতর্কবার্তা


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০১

সারাবাংলা ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল-পিএসজি আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে নেইমার-কাভানি-ডি মারিয়ারা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। ফিরতি পর্বের ম্যাচ ৬ মার্চ, পিএসজির ঘরের মাঠে। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দলটি।

হাইভোল্টেজ এই ম্যাচটির জন্য অপেক্ষায় বিশ্ব ফুটবল। তার আগে নিজ নিজ ঘরোয়া লিগে উড়ছে পিএসজি, ধুঁকছে রিয়াল। ইতোমধ্যে পিএসজি লিগের শিরোপা মোটামুটি নিশ্চিত করে রেখেছে। আর বার্সেলোনার থেকে অনেক পিছিয়ে লিগের শিরোপা থেকে অনেক দূরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। শুধু তাই নয়, চলতি মৌসুমের কোপা দেল রে থেকে আগেই ছিটকে পড়ে জিদান-রোনালদোদের রিয়াল।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সামনে শুধুই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার সুযোগ। গ্রুপ পর্বে টটেনহ্যামের থেকে পিছিয়ে শেষ ষোলোতে ওঠে রেকর্ড চ্যাম্পিয়ন শিরোপাধারীরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের জন্য পিএসজিকে টপকাতে হবে।

তার আগে রিয়ালকে সতর্ক করে দিয়েছে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। রিয়ালের সাবেক এই তারকার মতে, গত মৌসুমের থেকেও বেশি ভয়ঙ্কর এই পিএসজি। তার কথায় যুক্তি আছে। গত মৌসুমের পর পিএসজি ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে দলে ভিড়িয়েছে নেইমারকে। দলে নিয়েছে ফরাসি তারকা কাইলিয়ান এমবাপ্পেকে। আর আগে থেকেই উজ্জ্বল উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। সঙ্গে ডি মারিয়ার ধারাবাহিক পারফর্মে এই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পিএসজি। রিয়াল এই মৌসুমে যতটা না গোল করেছে তার থেকে বেশি গোল করেছেন শুধু পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়রাই।

বিজ্ঞাপন

ডি মারিয়া তার সাবেক ক্লাব রিয়ালকে সতর্ক করে দিয়ে জানান, ‘আমরা আগের মৌসুম থেকেও বেশি শক্তিশালী, বেশি ভয়ঙ্কর। এই ধরনের ম্যাচে জিততে হলে আপনাকে আরও বেশি মেধা খাটাতে হবে। আপনার প্রয়োজন হবে ভাগ্য।’

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে আসা ডি মারিয়া আরও জানান, ‘বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল কিন্তু গ্রেট একটি দল। তারা সবসময়ই চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিটের তকমা লাগিয়ে রাখে। তারা সবসময়ই এই লিগটাতে ভালো খেলে। যখনই চ্যাম্পিয়ন্স লিগের সংগীতটা বেজে ওঠে রিয়াল অন্য দল হয়ে যায়, তাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা ঢেলে দেয়। লিগের থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুরোটাই ভিন্ন কিছু।’

পিএসজির ডি মারিয়া তার সাবেক ক্লাবের ব্যাপারে অনেক কিছু জানলেও নিজেদের পিছিয়ে রাখছেন না, ‘রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের আসরে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই চলবে। পুরো মৌসুমে আমরা যেভাবে খেলেছি, রিয়ালের বিপক্ষে সেটাই খেলতে চাই। আমাদের ডিফেন্স দুর্দান্ত, সেটাতে আরও একবার ফোকাস রাখতে হবে। আমরা সতর্ক থাকবো কারণ আমরা জানি রিয়ালের আক্রমণভাগ যেকোনো মুহূর্তেই ম্যাচ পাল্টে দিতে পারে। তেমনি তাদেরও সতর্ক থাকতে হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর