সপ্তম ডাবলে শচীন-ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন কোহলি
১১ অক্টোবর ২০১৯ ১৯:০০
পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টে চালকের আসনে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিন শেষে ৫৬৫ রানে এগিয়ে আছে ভারত। এর আগে ৫ উইকেট হারিয়ে ৬০১ রানে ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
পুনেতে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের শতকের পর অধিনায়ক বিরাট কোহলি করেন ডাবল সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি করেন কোহলি। আর সেই সাথে নাম লেখান টেস্টে ৭ হাজার রান করা ক্রিকেটারদের তালিকাতেও। এই তালিকায় নাম তুলতে কোহলি পেছনে ফেলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানকেও।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ব্র্যাডম্যানের টেস্টে মোট রানের সংখ্যা ৬৯৯৬। টেস্ট ক্যারিয়ারে এই রান করতে ব্র্যাডম্যান খেলেছিলেন মাত্র ৮০টি ইনিংস, সেখানে বিরাট কোহলির লেগেছে ৮১টি টেস্টের ১৩৮ ইনিংস। সেই সাথে টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন কোহলি। ইনিংস ঘোষণার আগে ২৫৪ রানে অপরাজিত ছিল কোহলি।
টেস্টে সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক ব্র্যাডম্যান। ক্যারিয়ারে মোট ১২টি ডাবল সেঞ্চুরি করেছিলেন এই কিংবদন্তি, আর ১১টি ডাবল সেঞ্চুরি নিয়ে ২য় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা। আর এক কিংবদন্তি ব্র্যায়ান লারা ৯টি ডাবল সেঞ্চুরি নিয়ে আছেন তৃতীয় স্থানে। লারার থেকে দুইটি ডাবল সেঞ্চুরি পিছিয়ে ৪র্থ স্থানে উঠে এসেছেন কোহলি। এই তালিকায় উঠে আসতে কোহলি পেছনে ফেলেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এই ভারতীয় ব্যাটসম্যান ক্যারিয়ারে ৬টি ডাবল সেঞ্চুরি করেছিলেন। ছয় ডাবল সেঞ্চুরি করাদের তালিকায় আরও নাম আছে রিকি পন্টিং, ভিরেন্দার শেওয়াগ, মাহেলা জয়বর্ধনে, জাভেদ মিয়াদাদ এবং ইউনুস খানের মতো কিংবদন্তিদেরও।
তৃতীয় দিনে ভারতের থেকে ৫৬৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ তে পিছিয়ে আছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
বিরাট কোহলি ভারত-দক্ষিণ আফ্রিকা শচীন টেন্ডুলকার সপ্তম ডাবল সেঞ্চুরি স্যার ডন ব্র্যাডম্যান