জয়েই কিউই সিরিজ শেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৩ অক্টোবর ২০১৯ ১১:৫৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হলো জয় দিয়েই। যদিও প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত হয়েছিল টাইগার যুবাদের। আর পঞ্চম ম্যাচে জিতে সিরিজে বড় জয় নিয়েই নিউজিল্যান্ড ছাড়ছে বাংলাদেশ দল। এই ম্যাচে স্বাগতিক কিউইদের ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণও করেন দুই ওপেনার তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার গড়েন ১২০ রানের জুটি। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে ৭১ রান করে তানজিদ আউট হলে ভাঙে এই জুটি।
ইনিংসের ২০তম ওভারে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে ফিরে যান আর এক ওপেনার ইমন। এরপর মাত্র চার ওভারেই আরও দুই উইকেট হারায় টাইগার যুবারা। এরপর দলের হাল ধরেন শাহাদত হোসাইন, অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতে রান আউট হয়ে ফিরে যায় এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অধিনায়ক আকবর আলী ফিরে যান মাত্র ৮ রান করে।
শেষ দিকে অভিষেক দাসের ঝড়ো ৪৮ রানে ভর করে ৩১৬ রানের বড় পুঁজি দাঁড় করায় টাইগার যুবারা। কিউইদের সামনে জয়ের লক্ষ্যে দাঁড়ায় ৩১৭ রানের পাহাড়।
জবাবে ব্যাট করতে নেমে শরিফুল ইসলামের বোলিং তোপের সামনে পড়ে কিউইরা। শরিফুল একাই তুলে নেন পাঁচটি উইকেট। কিউই ব্যাটিংয়ের প্রথম বলেই কোনো রান যোগ করার আগেই ওলি হোয়াইটের উইকেট তুলে নেন শরিফুল। এরপর কিউইদের দলীয় রান ২৭ হলে আর এক ওপেনার বেন পোমারকে ফেরান সেই শরিফুলই।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইদের এক প্রান্ত আগলে রাখেন ফার্গাস লেলম্যান। দলীয় ১১১ রানে ব্যাক্তিগত ৫৬ রনে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়ে ফিরে যান এই কিউই ব্যাটসম্যান। এর আগেই অবশ্য টপ অর্ডারের আরও এক ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন শরিফুল। অর্থাৎ প্রথম তিন চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনকেই আর প্রথম তিন উইকেটই নিজের ঝুলি বন্ধী করেন টাইগার এই পেসার।
মিডল অর্ডার ব্যাটসম্যান জক ম্যাকেঞ্জি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। ম্যাকেঞ্জি ফেরেন ব্যক্তিগত ৪৭ রানে। শেষ দিকে আরও এক উইকেট তুলে নিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ন করেন শরিফুল ইসলাম। আর কিউইদের ইনিংস শেষ হয় মাত্র ২৪৩ রানে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ পায় ৭৩ রানের বড় জয়।
এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। সিরিজের চতুর্থ ম্যাচে হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতেই তাদের হোয়াইট ওয়াশ করতে পারেনি টাইগার যুবারা। তবে সিরিজ জিতেই দেশে ফিরছেন টাইগার যুবারা।
টাইগার যুবা নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের সিরিজ জয়'