চলতি মৌসুমে লা লিগায় ২০০ গোল
১৪ অক্টোবর ২০১৯ ১৫:১৬
স্প্যানিশ লা লিগায় এরই মধ্যে প্রতিটি দল খেলেছে আটটি করে ম্যাচ। এবারের আসরে দলগুলো মেতেছে প্রতিপক্ষের জালে বল জড়ানোর লড়াইয়ে। ম্যাচ প্রতি গোল হয়েছে ২.৫ গড়ে। লা লিগার চলতি আসরে আট রাউন্ড শেষে মোট গোল হয়েছে ২০০টি। বলে রাখা ভালো, ২০১৮-১৯ মৌসুমেও আট রাউন্ড শেষে লা লিগা দেখেছিল ২০০টি গোল।
এই মৌসুমে ৬০.৫ শতাংশ গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিরতির পর মোট গোল হয়েছে ১২১টি। আর বিরতির আগে গোল হয়েছে ৭৯টি। শেষ ২০ মিনিটে গোল হয়েছে ৬৩টি, বেশির ভাগ গোল হয়েছে ম্যাচের ৭১-৭৫ মিনিটে (১৯টি)।
এই মৌসুমে এখন অবধি, সর্বোচ্চ গোল করেছে টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনা। কাতালান ক্লাবটির গোল ২০টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি গোল করেছে ভিয়ারিয়াল। টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ করেছে ১৬টি গোল। বার্সা-ভিয়ারিয়াল দ্বিতীয়ার্ধে করেছে সর্বোচ্চ ১১টি গোল। রিয়াল প্রথমার্ধে ৮টি আর দ্বিতীয়ার্ধে ৮টি সহ মোট ১৬টি গোলের দেখা পেয়েছে। প্রথমার্ধে সর্বোচ্চ ৯টি গোল করেছে বার্সা।
আলাভেজ আর এস্পানিওল প্রথমার্ধে কোনো গোলই পায়নি। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে গোল হয়েছে ১২টি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে গোল হয়েছে ১৭টি।