কোহলির ওপরে কেবল স্টিভ ওয়াহ-রিকি পন্টিং
১৪ অক্টোবর ২০১৯ ২০:০৬
ব্যাট হাতে ডাবল সেঞ্চুরির পাশাপাশি ভারতের অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টকে স্মরণীয় করে রেখেছেন বিরাট কোহলি। পুনে টেস্ট জিতে আরেকটি কীর্তি গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে জয়ের সংখ্যায় তার ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ান দুই সাবেক দলপতি স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং।
পুনে টেস্টে কোহলি ২৬তম টেস্ট সেঞ্চুরির দেখা পান। সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়ে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৪ রানের ইনিংস, ছিলেন অপরাজিত। তার ৩৩৬ বলে সাজানো ইনিংসে ছিল ৩৩টি চার আর দুটি ছক্কার মার। কোহলির ভারত ইনিংস ও ১৩৭ রানের জয়ও তুলে নেয়।
প্রোটিয়াদের বিপক্ষে জয়ে কোহলি ৫০ ম্যাচের ৩০টিতেই জিতেছেন। ৫০ ম্যাচের মাইলফলকে স্টিভ ওয়াহ জিতেছিলেন ৩৭টি টেস্টে আর রিকি পন্টিং জিতেছিলেন ৩৫টি ম্যাচে। এরমধ্যে কোহলি ঘরের মাঠে খেলা ২৩ টেস্টে জিতেছেন ১৭টি ম্যাচে আর বিদেশের মাটিতে খেলা ২৭ টেস্টে জয় পেয়েছেন ১৩টি ম্যাচে।
৫৭ টেস্টে নেতৃত্ব দেওয়া স্টিভ ওয়াহ ৪১ জয়, ৯ হার ও ৭ ড্রয়ের স্বাদ পেয়েছেন, যেখানে জয়ের শতাংশ ৭১.৯২ ভাগ। ৭৭ টেস্টে পন্টিং জিতেছেন ৪৮ ম্যাচ, হেরেছেন ১৬ ম্যাচ আর ১৩ ম্যাচে ড্রয়ের স্বাদ নিয়েছেন। যেখানে জয়ের শতাংশ ৬২.৩৩। দুই অস্ট্রেলিয়ানের পরই তৃতীয় স্থানে কোহলি। ৫০ টেস্টে ৩০টি জয়, ১০টি পরাজয়ের পাশাপাশি ১০টি ম্যাচে ড্রয়ের স্বাদ নিয়েছেন। যেখানে কোহলির জয়ের শতাংশ ৬০ ভাগ।
এদিকে, ২৬তম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি ভারতীয় অধিনায়ক হিসেবে ১৯তম টেস্ট শতরানও করেছেন কোহলি। তাতে ভেঙে ফেলেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম উল হকের রেকর্ড। ইনজামাম ১২০ টেস্টে (২০০ ইনিংস) করেছিলেন ২৫ সেঞ্চুরি। আর ২৬টি সেঞ্চুরি করতে বিরাটের লেগেছে ৮১ টেস্ট (১৩৮ ইনিংস)। পরে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্রর শেওয়াগকে পেছনে ফেলেন। তাদের ডাবল সেঞ্চুরি ছিল ৬টি করে, কোহলির নামের পাশে এখন সাতটি ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ৪১ টেস্টের ৭২ ইনিংসে একটিও ডাবল সেঞ্চুরি ছিল না কোহলির। গত ৪০ টেস্টের ৬৬ ইনিংসেই করলেন সাতটি।
কোহলিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান। তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন শেওয়াগ (২০০৮ সালে, চেন্নাইয়ে ৩১৯ রান করেন) এবং মায়াঙ্ক আগরওয়াল (চলতি সিরিজে ভাইজাগে)।