সুযোগ হচ্ছে শচীন-লারার ব্যাটিং, মুরালির ঘূর্ণি দেখার
১৬ অক্টোবর ২০১৯ ০১:৫৮
আগামী বছর সড়ক নিরাপত্তা প্রচারণার অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতে। টুর্নামেন্টের নাম ঠিক হয়েছে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে আয়োজিত হবে টুর্নামেন্টের প্রথম আসর।
‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ নামের এই প্রতিযোগিতা হবে অবসরে যাওয়ার ক্রিকেটারদের নিয়ে। যেখানে দেখা যাবে এক সময়ের বিশ্বসেরা ক্রিকেটারদের।
ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার, মারকুটে ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ, ক্যারিবীয়ান ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা, বোলারদের নাভিশ্বাস তোলা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল, লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ান গতিদানব ব্রেট লি, দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বসেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসদের মতো সাবেকরা সেখানে অংশ নেবেন।
আগামী ফেব্রুয়ারিতে মুম্বাইতে বসবে টি-টোয়েন্টির নতুন টুর্নামেন্টের প্রথম আসর। অবসরে যাওয়া ১১০ ক্রিকেটার অংশ নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে।
প্রথম আসরের দলগুলোর নামও প্রকাশ হয়েছে। অংশ নেবে ভারত লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস আর ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।