নারী ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা
১৬ অক্টোবর ২০১৯ ১৯:৫১
নারী ইমার্জিং এশিয়া কাপ ২০১৯ কে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দক্ষিণ এশিয়ার চার দল, বাংলাদেশ,পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের অংশগ্রহনে চলতি মাসের ২২-২৭ তারিখ শ্রীলঙ্কায় বসবে এই আসর।।
২২ অক্টোবর উদ্বোধনী ম্যাচে কলম্বোর থার্সট্যান গ্রাউন্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই ভেন্যুতে পরের দিন দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ অক্টোবর তৃতীয় ম্যাচে স্বাগতিক লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। এই ম্যাচের ভেন্যুও থার্সটান গ্রাউন্ডস।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর,প্রেমাদাসা স্টেডিয়ামে।
টুর্নামেন্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক),মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম ছন্দা, পুজা চক্রবর্তী, রাবেয়া, মুনতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা ও সুমাইয়া আক্তার।
স্ট্যান্ডবাই: লাবনি আক্তার, জিনাত এশিয়া অর্থি ও তাজিয়া আক্তার।
১৫ সদস্যের দল ঘোষণা নারী এশিয়া ইমার্জিং কাপ বাংলাদেশ দল ঘোষণা শ্রীলঙ্কা