Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট ছিটকে দিল তামিমকে


১৭ অক্টোবর ২০১৯ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সফর। দুটি আসরেই তামিমের ব্যাটে ছিল নিদারুণ রান খরা। ব্যাটে ধারাবাহিক রান খরা কিন্তু সামনে মাসেই শক্তিশালী ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমতাবস্থায় নিজেকে ফিরে পেতে চলমান জাতীয় ক্রিকেট লিগ ই ছিল একমাত্র মঞ্চ। কিন্তু ইনজুরিতে পড়ে সেই মঞ্চ থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। প্রথম রাউন্ডটি নির্বিঘ্নে কাটলেও পাঁজরের চোটে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন চট্টগ্রাম বিভাগের এই ওপেনার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে লড়ছে তামিমের চট্টগ্রাম।

বিজ্ঞাপন

বলা বাহুল্য জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই দুটি ম্যাচই বাধ্যতামুলক ছিল। কিন্তু ইনজুরি বাঁধায় শেষ ম্যাচটিতে তামিমের নামা হল না। গত মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন। সেদিন খুব একটা অসুবিধা মনে হয়নি। পরের দিনের দুটি প্রহরও ব্যথাহীন কাটিয়ে দিয়েছেন। কিন্তু বিকেল থেকে ব্যথা অনুভূত হওয়ায় বৃহস্পতিবার সকালে তার চোটাক্রান্ত জায়গায় স্ক্যান করানো হয়েছে।

স্ক্যানে ছোট ‘টিয়ার’ ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক মাঠের বাইরে থাকতে হতে পারে দেশ সেরা ওপেনারকে।

ইনজুরি চট্টগ্রাম চোট জাতীয় লিগ টপ নিউজ তামিম ইকবাল দেশসেরা ওপেনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর